জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক নিবন্ধন যাচাইয়ে কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসি লোগো

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদনকারী সংস্থাগুলোর যোগ্যতা যাচাই করতে নির্বাচন কমিশন (ইসি) একটি ১০ সদস্যের কমিটি গঠন করেছে।

ইসির আইন শাখার যুগ্ম সচিব ফারুখ আহমেদকে আহ্বায়ক করে বুধবার এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম, লাইব্রেরিয়ান নাছিমা আক্তার, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা, সহকারী সচিব জেবুন নাহার ও মাহবুব রোমান চৌধুরী, সহকারী প্রোগ্রামার আবু নাসের মো. মানছুর হেল্লাজ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোশাররফ হোসেন ও সহকারী সচিব আশরাফুল আলম।

জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হককে করা হয়েছে সদস্য সচিব।

বাছাই তালিকা আগামী সপ্তাহে

আশাদুল হক জানান, এ কমিটি তিন শতাধিক আবেদন যাচাই-বাছাইয়ের জন্য পর্যবেক্ষক নীতিমালা ২০২৫, বিজ্ঞাপনের শর্তাবলী ও সংশ্লিষ্ট আইনের আলোকে চেকলিস্ট অনুযায়ী আবেদন এবং এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দলিলাদি যাচাই-বাছাই করবে। বাছাই শেষে পাঁচ কার্যদিবসের মধ্যে তালিকা প্রকাশ করে তা ইসি সচিবকে দেওয়া হবে।

নির্বাচন পর্যবেক্ষক (দেশি) সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য নির্ধারিত সময় ১০ অগাস্ট বিকাল ৫টার মধ্যে ৩১৮টি সংস্থা আবেদন করে। আর নির্ধারিত সময়ের পরে আবেদন করেছে ১৩টি সংস্থা।

যোগ্যতাসম্পন্ন সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী ৫ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে।

নিবন্ধিত সংস্থাগুলো এ সময়ের মধ্যে অনুষ্ঠিত সব নির্বাচন (জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন) পর্যবেক্ষণ করতে পারবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এখনও কি ফোনে আড়ি পাতছে সরকার?

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের আগে আড়িপাতার সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল, যা থেকে বোঝা যায় ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এসব নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

১ ঘণ্টা আগে

জুলাইয়ে সড়কে ঝরেছে ৫৩ শিশুসহ ৪১৮ প্রাণ

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪ দশমিক ৯৬ শতাংশ, সকালে ২৯ দশমিক ৫৭ শতাংশ, দুপুরে ২১ দশমিক ৮৯ শতাংশ, বিকালে ১৭ দশমিক ১৫ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ০৬ শতাংশ এবং রাতে ১৫ দশমিক ৩৪ শতাংশ।

১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইউক্রেন

ট্রাম্পের সঙ্গে সোমবারের এ বৈঠককে এখন পর্যন্ত ‘সেরা বৈঠক’ মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে- স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি।’

২ ঘণ্টা আগে

ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের বৈঠকে যা যা হলো

এই বৈঠকেই গুরুত্ব পায় যুদ্ধবিরতি বা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়টি। ট্রাম্প সেখানে বলেন- যুদ্ধ বন্ধের আলোচনার আগে যুদ্ধবিরতি জরুরি নয়।

২ ঘণ্টা আগে