জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক নিবন্ধন যাচাইয়ে কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসি লোগো

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদনকারী সংস্থাগুলোর যোগ্যতা যাচাই করতে নির্বাচন কমিশন (ইসি) একটি ১০ সদস্যের কমিটি গঠন করেছে।

ইসির আইন শাখার যুগ্ম সচিব ফারুখ আহমেদকে আহ্বায়ক করে বুধবার এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম, লাইব্রেরিয়ান নাছিমা আক্তার, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা, সহকারী সচিব জেবুন নাহার ও মাহবুব রোমান চৌধুরী, সহকারী প্রোগ্রামার আবু নাসের মো. মানছুর হেল্লাজ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোশাররফ হোসেন ও সহকারী সচিব আশরাফুল আলম।

জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হককে করা হয়েছে সদস্য সচিব।

বাছাই তালিকা আগামী সপ্তাহে

আশাদুল হক জানান, এ কমিটি তিন শতাধিক আবেদন যাচাই-বাছাইয়ের জন্য পর্যবেক্ষক নীতিমালা ২০২৫, বিজ্ঞাপনের শর্তাবলী ও সংশ্লিষ্ট আইনের আলোকে চেকলিস্ট অনুযায়ী আবেদন এবং এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দলিলাদি যাচাই-বাছাই করবে। বাছাই শেষে পাঁচ কার্যদিবসের মধ্যে তালিকা প্রকাশ করে তা ইসি সচিবকে দেওয়া হবে।

নির্বাচন পর্যবেক্ষক (দেশি) সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য নির্ধারিত সময় ১০ অগাস্ট বিকাল ৫টার মধ্যে ৩১৮টি সংস্থা আবেদন করে। আর নির্ধারিত সময়ের পরে আবেদন করেছে ১৩টি সংস্থা।

যোগ্যতাসম্পন্ন সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী ৫ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে।

নিবন্ধিত সংস্থাগুলো এ সময়ের মধ্যে অনুষ্ঠিত সব নির্বাচন (জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন) পর্যবেক্ষণ করতে পারবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব

এর আগে গত বছরের নভেম্বরে ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

৬ ঘণ্টা আগে

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-মেয়ে-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুরাইয়া সুলতানার আবেদনে বলা হয়েছে, সুরাইয়া সুলতানা কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ের নিমিত্তে অনুসন্ধান/যাচাইকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। যাচাইকালে জানা যাচ্ছে যে, জাকির হোসেনের স্ত্রী এবং প্রাথমিক অনুসন্ধানে তার কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জন ও তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কর্ত

৬ ঘণ্টা আগে

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ প্রবাসী

৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ, ৪৪ হাজার ৯৯৩টি পোস্টাল ব্যালট। এ ছাড়া ১৯ হাজার ৩৮৮ পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

৬ ঘণ্টা আগে

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

অধ্যাদেশে বলা হয়েছে, ফ্যাসিস্ট শাসকের পতন ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত এই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে।

৭ ঘণ্টা আগে