জুলাই যোদ্ধাদের জন্য কোটা নয়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২: ৩৯
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, সরকারি চাকরিতে জুলাই যোদ্ধা নামে গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকবে না।

আজ সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না। জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান এবং তাদের অবদান অনস্বীকার্য।

উপদেষ্টা বলেন, এ পর্যন্ত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ‘ক’ ক্যারাগরিতে ৯০৮ জন, ‘খ’ ক্যারাগরিতে ৪ জন এবং ‘গ’ ক্যারাগরিতে ১০ হাজার ৬৪২ জন রয়েছেন।

ফারুক-ই-আজম বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেক শহীদ পরিবার ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র পেয়েছে। এছাড়াও শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থবছরে দেওয়া হবে। জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত ২০২ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিমান বিধ্বস্তে হতাহতদের জন্য মঙ্গলবার সব মসজিদে দোয়া

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় (বাদ জোহর) এ উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। নিহতদের রুহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বাকি সব

১০ ঘণ্টা আগে

ঘনবসতিতে ঝুঁকিপূর্ণ সামরিক ফ্লাইট কতটা নিরাপদ— প্রশ্ন নভোএয়ার এমডির

মফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এ বিষয়টি নিয়ে ভাবা দরকার ছিল যে চিরায়ত ঝুঁকিপূর্ণ সামরিক ফ্লাইটগুলো এত ঘনবসতিপূর্ণ শহর থেকে পরিচালনা করা কতটা নিরাপদ। আমাদের কি এখনই বিকল্প কোনো স্থানে বিমান ঘাঁটি স্থানান্তরের কথা ভাবা উচিত নয়?

১১ ঘণ্টা আগে

বিমান বিধ্বস্তে প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোক

মোদি লিখেছেন, ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

১১ ঘণ্টা আগে

শনাক্ত হলে দ্রুত হস্তান্তর করা হবে মরদেহ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১১ ঘণ্টা আগে