সাইবার হামলার অভিযোগ ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো সাইবার আক্রমণ চালাচ্ছে।

রোববার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের আগের দিন নানা ধরনের সাইবার আক্রমণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যেই আমাদের বিভিন্ন ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিকভাবে দুর্বল একটি গোষ্ঠী অদৃশ্য শক্তির সহায়তায় আমাদের প্রচারণা বাধাগ্রস্ত করছে।”

আবিদুল ইসলাম আরও বলেন, “ঝড়-বৃষ্টি যাই থাকুক না কেন, আগামীকাল (সোমবার) ব্যালটের মাধ্যমেই শিক্ষার্থীরা জবাব দেবে। হয়তো আমরা আর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারব না, কিন্তু শিক্ষার্থীরাই ব্যালটের মাধ্যমে আমাদের কণ্ঠস্বর হবে।”

সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “আমাদের প্রতিনিধি ও ভাইদের আইডি ডিজেবল করা হয়েছে। আগামীকাল যদি ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কোনোভাবে নির্বাচিত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর আইডিই তারা বন্ধ করে দেবে।”

তিনি আরও অভিযোগ করেন, “পূর্বে যারা দেশপ্রেমিকতার পক্ষে কথা বলত, তাদের গুম করা হতো। আর এখন যারা দেশের পক্ষে কথা বলছে, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা সমান অপরাধ। এই সংস্কৃতি গত ১৭ বছর ধরে আওয়ামী ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় চালু আছে।”

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৩ ঘণ্টা আগে

কর্মবিরতি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

আজ বিকেলে তিনদফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

১৭ ঘণ্টা আগে

শাহবাগে শিক্ষকদের ‘কলম সমর্পণ’ কর্মসূচিতে পুলিশের বাধা, আহত ও আটকের অভিযোগ

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ বলেন, “শাহবাগে পুলিশের হামলায় বহু শিক্ষক আহত হয়েছেন। কলম সমর্পণ কর্মসূচি শেষে আমাদের শহীদ মিনারে ফিরে যাওয়ার কথা ছিল।”

১৮ ঘণ্টা আগে

'সহকারী শিক্ষকদের একবারে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই’

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

১৮ ঘণ্টা আগে