আজহারের মুক্তি-শিবিরের হামলা: গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদে উত্তপ্ত হল পাড়া

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৫, ২৩: ০২
এ টি এম আজহারের খালাসের রায় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর প্রতিবাদ মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ছবি: রাজনীতি ডটকম

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যূদণ্ড সাজাপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়া এবং এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

মশাল মিছিল হলপাড়া অতিক্রম করার সময় একদল শিক্ষার্থী ভুয়া ভুয়া বলে মিছিলকারীদের দুয়োধ্বনি দেন।এতে দুপক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল শুরু হয় এরপর হলপাড়া প্রদক্ষিন করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে ফিরে আসে। প্রতিবাদ সমাবেশ করে।এখানে তারা জামায়াত -শিবিরের এরকম কর্মকান্ডের প্রতিবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন।

এসময় তারা "জামাত শিবির রাজাকার, এই মুহূর্ত বাংলা ছাড়","গুপ্ত বাহিনীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও", "শিবিরের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও","হাসিনা আজহার এই বাংলার গাদ্দার","লীগ গেছে যেই পথে শিবির যাবে সেই পথে" ইত্যাদি স্লোগান স্লোগান দেন।

এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে শিবির হামলা চালিয়েছে। আজ চট্টগ্রামে হামলা চালিয়েছে। পুলিশের উপস্থিততে তারা হামলা চালিয়েছে, পুলিশ ও রাষ্ট্রযন্ত্র জামাত শিবিরের পক্ষে কাজ করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা কোর্টের রায়কে প্রভাবিত করা হতো। ৫ আগস্টের পরেও কোর্টের রায় প্রাভাবিত জামাত শিবিরের পক্ষে হচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াত গণহত্যা চালিয়েছে। নিজের দেশের মানুষের বিপক্ষে অস্ত্র ধরেছে। তাদের বিচার বাংলাদেশ হয়নি। ২৪ এর জুলাই গণহত্যার বিচার আমরা চাই সাথে ৭১ এ গণহত্যার বিচারও আমরা চাই।

গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের সাধারন সম্পাদক ফাহিম আহমেদ বলেন,ছাত্রলীগের আমলে মিছিলের মধ্যে যেমন মব সৃষ্টি করতে দেখা যেত আজকেও তা হলপাড়ায় শিবিরের মধ্যে দেখা গেছে।

তিনি বলেন,গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে শিবিরের হামলা নতুন কিছু না এটি তাদের ঐতিহ্য। আমরা স্পষ্ট বলে দিতে চাই,রাজশাহী এবং চট্রগ্রামে হামলা জামায়াত- শিবিরের এক্ষেত্রে বিরোধীতাকে স্পষ্ট করে, একত্তরের বিরোধী শক্তি এই জামাত-শিবির যাদের হাতে বীরাঙ্গনাদের রক্ত লেগে আছে তারা এদেশে কখনো দাঁড়াতে পারবে না।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার বলেন,আওয়ামী ফ্যাসিবাদের জামানা এই ইন্টেরিম বহন করছে। বিচারহীনতার সংস্কৃতির ধারক ও বাহক হয়ে দাঁড়িয়েছে এই ইন্টেরিম।আওয়ামী ফ্যাসিবাদের জনক শেখ মুজিব প্রথম যুদ্ধরাপধীদের মুক্তি দিয়েছে তারই পুনরাবৃত্তি করছে এই ইন্টেরিম।

বিপ্লবী যুব আন্দোলন মহানগরের আহবায়ক নাঈম উদ্দিন বলেন, জামাত -শিবির যে একাত্তরে গণহত্যা চালিয়েছিলো তা আবারও রাজশাহী, চট্রগ্রাম বিপ্লবী কমিউনিস্টের উপর হামলার মাধ্যমে প্রমাণিত।

আজ আমরা দেখতে পাই এই শিবির আদিবাসীরা যখন তাদের দাবির জন্য আন্দোলন করে সেখানে হামলা চালায়,বইমেলায় স্যানিটারি প্যাড বিক্রি করার সময় তৌহিদি জনতা নামে মব সৃষ্টি করে হামলা করে।

তিনি আরও বলেন,এই জামাত -শিবির ভারত বিদ্বেষের কথা বলে কিন্তু ২০১৭ সালে মোদি নির্বাচিত হলে এই জামাত শুভেচ্ছা জানায় অন্যদিকে আমাদের কমিউনিস্ট মাওবাদীরা ভারতের বিপক্ষে যুদ্ধ করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে।

১ ঘণ্টা আগে

এখনও কি ফোনে আড়ি পাতছে সরকার?

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের আগে আড়িপাতার সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল, যা থেকে বোঝা যায় ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এসব নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

২ ঘণ্টা আগে

জুলাইয়ে সড়কে ঝরেছে ৫৩ শিশুসহ ৪১৮ প্রাণ

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪ দশমিক ৯৬ শতাংশ, সকালে ২৯ দশমিক ৫৭ শতাংশ, দুপুরে ২১ দশমিক ৮৯ শতাংশ, বিকালে ১৭ দশমিক ১৫ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ০৬ শতাংশ এবং রাতে ১৫ দশমিক ৩৪ শতাংশ।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইউক্রেন

ট্রাম্পের সঙ্গে সোমবারের এ বৈঠককে এখন পর্যন্ত ‘সেরা বৈঠক’ মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে- স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি।’

২ ঘণ্টা আগে