সমন্বিত ডিগ্রির দাবি, উপাচার্যসহ বাকৃবির ২ শতাধিক শিক্ষক অবরুদ্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২৩: ২৯
সমন্বিত ডিগ্রির দাবিতে রোববার উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করেন শেকৃবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন দুটি অনুষদের শিক্ষার্থীরা। ‘কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির দাবি’ পূরণ না হওয়ায় তারা শিক্ষকদের অবরুদ্ধ করেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষকদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্তও শিক্ষকেরা সেখানে অবরুদ্ধ ছিলেন।

শিক্ষার্থীরা বলছেন, বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিএসসি ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি নামে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। এর মধ্যে রোববার সকাল ১১টায় ছিল একাডেমিক কাউন্সিলের সভা।

জানা গেছে, ওই সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও আলাদাভাবে চালু রাখার সিদ্ধান্ত হয়। বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি।

শিক্ষার্থীরা জানান, একাডেমিক কাউন্সিলের সভা শেষে শিক্ষকরা তিন ডিগ্রির ঘোষণা দিলে শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন। তারা ‘এক পেশায় এক ডিগ্রি’ তথা সমন্বিত ডিগ্রির দাবিতে সভাস্থল জয়নুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন। এতে একাডেমিক কাউন্সিলের সভায় অংশ নেওয়া বাকৃবি উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়াসহ সব অনুষদের দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।

বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার বলেন, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ডিগ্রির দাবি মেনে নেওয়া হয়েছে। সমন্বিত ডিগ্রির কোর্স কারিকুলাম প্রণয়ন করতে ডিন কাউন্সিলের আহ্বায়ককে প্রধান করে চার সদস্যের কমিটিও করা হয়েছে।

আসাদুজ্জামান সরকার আরও বলেন, সিদ্ধান্ত হয়েছে, আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর এবার যারা ভর্তি হয়েছে, তাদের চাইলে ভেটেরিনারি বা পশুপালন বা সমন্বিত ডিগ্রি বাছাই করে নিতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দুই অনুষদকে এক করতে পারবেন না। দুই অনুষদ মিলিতভাবে কম্বাইন্ড ডিগ্রি দেবে ও ধারাবাহিকভাবে দুই অনুষদ থেকেই ডিন হবে।

একাডেমিক কাউন্সিলের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকরা এখন যে তিনটি ডিগ্রি রাখতে চাইছেন, তাতে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে। আমাদের একটাই কথা— এক পেশায় একটাই ডিগ্রি থাকবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৫ জেলায় নতুন ডিসি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক ধারাবাহিকতা ও মাঠপর্যায়ে কার্যক্রম ত্বরান্বিত করতে এই বদলি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

বিএনপির সঙ্গে কাজ করার আশ্বাস চব্বিশের শহীদ পরিবারের

শনিবার সন্ধ্যায় (৮ নভেম্বর) এসব পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এমন আশ্বাস দেন।

১৩ ঘণ্টা আগে

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৫ ঘণ্টা আগে

কর্মবিরতি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

আজ বিকেলে তিনদফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

১৮ ঘণ্টা আগে