টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০৩
সোমবার টঙ্গীর ওই রাসায়নিকের গুদামে আগুন লাগে। ইনসেটে ফায়ার ফাইটার শামীম।

গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে শামীমের।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, টঙ্গীতে ওই গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের চারজনকে বার্নে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে শামীম মারা গেছেন। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। আরও একজন ফায়ার ফাইটারের শরীরের শতভাগ পুড়ে গেছে।

ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার টঙ্গীর সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড ওই গুদামে আগুন লাগে। স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে তিনটি ও পরে মোট সাতটি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করে।

প্রত্যক্ষর্দশীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ শুরুর পর ওই গুদামের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিকের বিস্ফোরণ ঘটতে থাকে। এতে আগুন নেভাতে সময় লাগে বেশি, ফায়ার সার্ভিসের কর্মীরাও বিপাকে পড়েন। তিনজন ফায়ার ফাইটার ও ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং স্থানীয় এক দোকান কর্মচারী আগুনে দগ্ধ হন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি। কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ংকর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি—চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি, এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অ

২৯ মিনিট আগে

রোহিঙ্গা সংকটের সমাধান এখনই সম্ভব: প্রধান উপদেষ্টা

তিনি বলেন, যেসব বৈষম্যমূলক নীতি ও কর্মকাণ্ড আজকের এ পরিস্থিতি তৈরি করেছে, তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব। তার জন্য পূর্ণাঙ্গ জাতীয় রাজনৈতিক মীমাংসার অপেক্ষা করার প্রয়োজন নেই।

৩৮ মিনিট আগে

জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

১ ঘণ্টা আগে

এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

২ ঘণ্টা আগে