বনানীতে ধর্ষণের শিকার ৯ বছরের পথশিশু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর বনানী থানার অধীন ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকায় ৯ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাতে বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে শিশুটিকে গুরুতের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) তার ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।

ঢামেক হাসপাতালের ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, বনানী থানা পুলিশ (সোমবার) রাতে শিশুটিকে নিয়ে আসে। (আজ মঙ্গলবার) সকালে ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে ওই শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণকারীকে সে চিনতে পারেনি। রাত সাড়ে ১০টার দিকে তার কান্না শুনে ও রক্তক্ষরণ দেখে স্থানীয়রা বনানী থানায় খবর দেয়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, শিশুটি ফুটপাতেই থাকত। তবে কে বা কারা তাকে ধর্ষণ করেছে, সে বিষয়ে এখনো কিছু জাানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তার মাকে খবর দেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, ধর্ষণে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রজ্ঞাপনের অপেক্ষায় বেরোবির ছাত্র সংসদ নির্বাচন: উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচন এখন রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। তিনি বলেন, প্রজ্ঞাপন জারি করা হলেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।

৭ ঘণ্টা আগে

এবার একুশে বইমেলা শুরু মধ্য ডিসেম্বরে, চলবে একমাসই

বাংলা একাডেমির একজন কর্মকর্তা বলেন, জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারি তো বটেই, জানুয়ারি মাসেও বইমেলা আয়োজনের অনুমতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আবার রমজান শেষ হতে হতে মার্চের শেষভাগ চলে আসবে। তখন মেলা নিয়ে যেতে হবে এপ্রিলে, যখন আবার থাকবে গ্রীষ্মের তীব্র খরতাপ।

৮ ঘণ্টা আগে

দেওয়ানি ও ফৌজদারি আদালত এখন সম্পূর্ণ আলাদা

দেশে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়েছে দেওয়ানি ও ফৌজদারি আদালতকে। এ দুই ধরনের আদালত এখন থেকে সম্পূর্ণ আলাদাভাবে কাজ করবে। এর ফলে মামলার সময় বাঁচবে এবং নিষ্পত্তি হওয়া দেওয়ানি ও ফৌজদারি মামলার সংখ্যাও বাড়বে বলে মনে করছে সরকার।

৮ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১০ ঘণ্টা আগে