গোলাম আযম-নিজামীকে স্বাধীনতা যুদ্ধের ‘সূর্যসন্তান’ বলায় হট্টগোল

পাবনা প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ২২: ১৯

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর প্রয়াত দুই আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে ‌‘দেশপ্রেমিক’ ও স্বাধীনতা যুদ্ধের ‘বীর সূর্যসন্তান’ উল্লেখ করে বক্তব্য দিয়েছেন কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসান আল মামুন।

তার এ বক্তব্য ঘিরে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবসের শিবির সেক্রেটারির এ বক্তব্যকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল নেতারা। নিন্দা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষও।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে কলেজের শহিদ আব্দুস সাত্তার মিলনায়তনে এ ঘটনা ঘটে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এ আলোচনা সভা আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল খালেক। অনুষ্ঠানের এক পর্যায়ে বক্তব্য রাখতে বলা হয় কলেজ শাখা ইসলামী ছাত্র শিবির সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, বক্তব্যের শুরুতেই হাসান আল মামুন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা জানান। এর পরপরই জামায়াত নেতা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধের ‘সূর্যসন্তান’ ও ‘দেশপ্রেমিক’ উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে এই দুই নেতাকে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ‘চিহ্নিত স্বাধীনতাবিরোধী’ উল্লেখ করে হট্টগোল শুরু করেন। এ সময় অনুষ্ঠানস্থলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অন্তত ১৫ থেকে ২০ মিনিট হইচই ও হট্টগোলের পর শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, ‘গোলাম আযম স্বীকৃত রাজাকার ছিলেন— এটাই সবাই জানেন। এমনকি মতিউর রহমান নিজামী ছিলেন আলবদর বাহিনীর প্রধান। বুদ্ধিজীবী হত্যায় সবচেয়ে বেশি ভূমিকা রাখা সংগঠন এই আলবদর।’

শ্রাবণ বলেন, ‘বুদ্ধিজীবী হত্যার মাস্টারমাইন্ড রাও ফরমান আলী পাকিস্তানে ফিরে যাওয়ার পর একটি বই লিখেছেন। ওই বইয়ে তিনি বুদ্ধিজীবী হত্যায় সহযোগিতাকারী হিসেবে চারজনের নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে একজন গোলাম আযম।’

“যারা বুদ্ধিজীবীদের হত্যা করল বা হত্যায় সহযোগিতা করল, তাদের বুদ্ধিজীবী দিবসে ‘দেশপ্রেমিক’ বা ‘বীর সূর্যসন্তান’ আখ্যা দেওয়াকে আমরা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখান করেছি। একইসঙ্গে শিবিরকে এ অবস্থান থেকে সরে এসে এ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি,”— বলেন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শ্রাবণ।

এ বিষয়ে জানতে এডওয়ার্ড কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হাসান আল মামুনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে আলোচনা সভার সভাপতি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রুহুল আমিন বলেন, ‘মামুন নামের শিবিরের ছেলেটির বক্তব্যের ওই অংশের সময়ই ছাত্রদলের নেতাকর্মীসহ অন্যরা উচ্চ স্বরে ওই বক্তব্যের প্রতিবাদ জানায়। এ নিয়ে পালটাপালটি স্লোগান দেয় দুই পক্ষ। ১৫-২০ মিনিটের হট্টগোল শেষে আবার অনুষ্ঠান স্বাভাবিকভাবেই শুরু হয়।’

এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহা. আব্দুল খালেক বলেন, ‘শিবিরের ওই ছেলেটির বক্তব্য আমরা তখনই প্রত্যাখ্যান করেছি। কলেজের প্রোগ্রামে তার এ ধরনের বক্তব্য দেওয়া উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের বক্তব্য না দেয়, সে বিষয়ে তাদের সতর্ক করেছি।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

৪ ঘণ্টা আগে

১৮ লাখ টাকার ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা

অভিযানে আট টন নকল আলিফ জিপসাম, দুই টন পাওয়ার জৈবসার, দুই টন শক্তি জিংক প্লাস, দেড় টন গ্রোজিং, ৪২৫ কেজি রোটন প্লাস, সোয়া এক টন জিপসামের কাঁচামাল, ৫৫০ কেজি জিংকের কাঁচামাল, ৯৫০ কেজি ইটের গুঁড়া, দেড় টন খোলা জিপসাম, ২৬ কেজি ডায়াজিনান ও ২০ কেজি ফরফুরান ১৫জি সার জব্দ করা হয়।

১৯ ঘণ্টা আগে

লালবাগের প্লাস্টিক কারখানার আগুন আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকার প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

১৯ ঘণ্টা আগে

গাজীপুরের মুকুল নিটওয়্যার কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার ফটকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এ সময় তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল।

২১ ঘণ্টা আগে