খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন

খুলনা প্রতিনিধি

খুলনায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর করে আসবাবপত্রে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার পর ডাকবাংলো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল সহকারে ডাকবাংলো মোড়ে আসে। এসময় ওই মিছিলে ছাত্র-জনতাকে বেশ উত্তেজিত দেখা যায়। তারা ডাকবাংলো মোড় পার হয়ে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে। পরে কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। এরপর ভাঙচুর করা মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করা হয়। পরে তারা জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিস্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বলে খবর পেয়েছি। তবে এগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুল গিয়াস বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা সন্ধ্যায় মিছিল সহকারে এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে। যারা আক্রমণ করেছে তাদের পরিচয় জানা যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ৫ জেলার যাত্রী

শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ মোট পাঁচ জেলার বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

৯ ঘণ্টা আগে

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য রাজশাহীর মুনাজিয়া মনোনীত

নেদারল্যান্ডসভিত্তিক ‘কিডস রাইটস’ সংস্থা প্রতিবছর শিশুদের অধিকার রক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করে। ২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক সম্মেলনে এটি প্রবর্তিত হয়, যার জন্য একে ‘শিশুদের নোবেল পুরস্কার’ হিসেবে অভিহিত করা হয়।

১ দিন আগে

রাকসু নির্বাচনী বিতর্কে ভিপি প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থীদের মধ্যে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার শহীদ মিনারের সামনে আনুষ্ঠানিকভাবে বিতর্ক উদ্বোধন করেন। রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের সহযোগিতায় আয়োজিত এই বিতর্কে নয়জন ভিপি প্রার্থী অংশ নেন।

১ দিন আগে

খেতুরীধামে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসবে লাখো ভক্তের সমাগম

খেতুরীধামে বসেছে ঐতিহ্যবাহী খেতুরীর মেলা। ধর্মীয় সামগ্রী ছাড়াও এখানে বিক্রি হচ্ছে দেশীয় খাদ্যপণ্য, পোশাক, গৃহস্থালি দ্রব্য, কারু ও চারুশিল্পের তৈরি বিভিন্ন সামগ্রী। যদিও এটি মূলত বৈষ্ণব সন্ন্যাসীদের মিলনমেলা, তবুও অহিংসা ও মানবপ্রেমে বিশ্বাসী বিভিন্ন ধর্মাবলম্বীর উপস্থিতিতেও উৎসব প্রাণবন্ত হয়ে উঠেছে

১ দিন আগে