ময়মনসিংহের নান্দাইল

৭ কোটি টাকার সেতু অকেজো, ৩ বছরেও হয়নি সংযোগ সড়ক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সমতল থেকে অনেক উঁচুতে নির্মিত সেতু, কিন্তু দুপাশের কোনো পাশেই নেই সংযোগ সড়ক। ফলে কাজে লাগছে না সেতুটি। নান্দাইল উপজেলার কালীগঞ্জ বাজারে। ছবি: রাজনীতি ডটকম

নৌ-পথ ঠিক রাখার জন্য সমতল ভূমি থেকে বেশ উঁচু করে সাত কোটি টাকারও বেশি খরচ করে একটি সেতু নির্মাণ করা হলেও, এটি কারও কাজে আসছে না। নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও সেতুর দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) তৈরি না হওয়ায় এটি ব্যবহার করা যাচ্ছে না।

এই সেতুটি নির্মাণ করা হয়েছিল ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর ওপর।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতু নির্মাণের আগে দু'পাড়ের মানুষজন নৌকা অথবা সাঁকোর সাহায্যে নরসুন্দা নদী পারাপার হতেন। তখন উৎপাদিত পণ্যও বাজারে আনা-নেওয়া করা হতো নৌকার মাধ্যমে। অতীতে নদী পারাপারের সময় নৌকাডুবি কিংবা সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটেছে।

এমন পরিস্থিতিতে দু'পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেতুটি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত এই সেতুটির নির্মাণ ব্যয় ছিল সাত কোটি টাকারও বেশি। কিন্তু সেতু নির্মাণের পর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে মূল্যবান সেতুটি জনগণের কোনো কাজে আসছে না। স্থানীয়ভাবে কিছু মাটি ফেলে উঁচু সেতুটির প্রান্তের সাথে জুড়ে দেওয়া হয়েছে, যার কারণে জনগণকে পাহাড় ডিঙানোর মতো কষ্ট করে সেতুর ওপর উঠতে হয়।

Nandail Bridge Without Approach Road 30-10-2025 (1)

সেতুর ওপর ওঠার সময় সন্তান কোলে থাকা শিল্পী আক্তার বলেন, ‘অনেক কষ্টে সেতুর ওপরে উঠলাম। অথচ সংযোগ সড়ক থাকলে ইজিবাইকে করে সেতু পাড়ি দিয়ে বাড়ি যেতে পারতাম। বর্ষাকাল হলে তো ওঠাই যেত না, কারণ মাটি পিচ্ছিল থাকায় উঁচুতে ওঠানামা করা সম্ভব হতো না।’

সেতুর দু'পাড়ের কয়েকটি গ্রামের কমপক্ষে দশজন স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জানা যায়, কালিগঞ্জ বাজারটি এ অঞ্চলের বড় ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত। এই বাজারে অগ্রণী ব্যাংকের নান্দাইল উপজেলার একমাত্র শাখাসহ কয়েকটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বাজারের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও মাদ্রাসা। প্রতিদিন প্রচুর লোক বাজারে এলেও সংযোগ সড়ক না থাকার কারণে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. আতাউর রহমান বলেন, সেতুর পূর্ব পাড়ে বাহাদুরপুর, চংভাদেরা, নরেন্দ্রপুর, টেকপাড়াসহ ১০-১২টি গ্রাম অবস্থিত। আর পশ্চিম পাড়ে রয়েছে এ অঞ্চলের বড় ব্যবসা কেন্দ্র কালীগঞ্জ বাজার। ফলে এ অঞ্চলের মানুষের জন্য সেতুটি যে কতটা প্রয়োজনীয়, তা সহজেই অনুমেয়।

নান্দাইল উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, তিন বছর আগে সাত কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৯৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। নৌপথ ঠিক রাখার জন্য এটি কালীগঞ্জ বাজারের সমতল ভূমি থেকে অন্তত ১০ ফুট উঁচু করে তৈরি করা হয়েছে। তবে এই সমতল ভূমি থেকে সেতুতে ওঠার জন্য সংযোগ সড়ক নির্মাণ নিয়ে বিপত্তি বেধেছে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবদুল মালেক বিশ্বাস বলেন, সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। অধিগ্রহণের বিষয়টি বর্তমানে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় রয়েছে। সেখানকার কাজ শেষ হওয়ার পর সড়ক নির্মাণ কাজের প্রয়োজনীয় প্রকৌশলগত কার্যক্রম শুরু হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তদন্তে গিয়ে আসামিদের হামলায় তিন পুলিশ আহত

পুলিশ জানায়, কোলাপাড়া গ্রামের এক নারী বন প্রহরী মোহাম্মদ ফারুক হোসেনের দুই ছেলে ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

৬ ঘণ্টা আগে

লাশ পোড়ানোর মামলায় আ.লীগ-বিএনপি-জামায়াত-এনসিপি নেতারা সবাই আসামি

মামলায় ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

১৩ ঘণ্টা আগে

পার্ক করে রাখা স্কুলবাসে আগুন, দগ্ধ হলেন ঘুমন্ত চালক

পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো স্কুলবাসটি মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। চালক মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা তাবেজ খান (৪৫) ভেতরে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেন।

১৪ ঘণ্টা আগে

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু আজ

সভায় জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু, একই দিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও আগামী কয়েকদিনের মধ্যে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৪ ঘণ্টা আগে