
রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে ভোটগ্রহণের মধ্যেই জালিয়াতি ঠেকাতে ভোটারদের হাতে দেওয়া অমোচনীয় কালির দাগ ঘষা দিতেই উঠে যাচ্ছে— এমন অভিযোগ উঠেছে একাধিক কেন্দ্রে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে অন্তত দশটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের নারী বিষয়ক সম্পাদক প্রার্থী সাইয়েদা হাফসা ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে হাতে দেওয়া অমোচনীয় কালির দাগে ঘষা দেন। কিছুক্ষণের মধ্যেই দাগটি প্রায় মুছে যায়। একই অভিযোগ এসেছে ডিনস কমপ্লেক্স, শহিদুল্লাহ কেন্দ্র, চতুর্থ বিজ্ঞান ভবন কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্র থেকেও।
এ বিষয়ে সাইয়েদা হাফসা বলেন, ‘এটা তো মুছে যাওয়ার কথা নয়। কিন্তু মুছে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। আমরা দ্রুত এর সমাধান চাই।’
তার মতো আরও অন্তত দশজন ভোটারের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাদেরও অভিযোগ, কেন্দ্র থেকে বের হয়েই দেখা গেছে হাতে দেওয়া কালির দাগ উঠে যাচ্ছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘আমরা বাজারের সর্বোচ্চ মানের কালি ব্যবহার করেছি। এরপরও যদি দাগ উঠে যায়, তবু সমস্যা হবে না। ভোট কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করা হচ্ছে। নারী ভোটারদের মধ্যে যারা নেকাব পরেন, তাদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভোটগ্রহণ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। আশা করছি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না।’
উল্লেখ্য, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। নির্বাচনে অংশ নিচ্ছেন ৮৬০ জন প্রার্থী। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি পাঁচটি পদে লড়ছেন ৫৮ জন প্রার্থী। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে ভোটগ্রহণের মধ্যেই জালিয়াতি ঠেকাতে ভোটারদের হাতে দেওয়া অমোচনীয় কালির দাগ ঘষা দিতেই উঠে যাচ্ছে— এমন অভিযোগ উঠেছে একাধিক কেন্দ্রে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে অন্তত দশটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের নারী বিষয়ক সম্পাদক প্রার্থী সাইয়েদা হাফসা ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে হাতে দেওয়া অমোচনীয় কালির দাগে ঘষা দেন। কিছুক্ষণের মধ্যেই দাগটি প্রায় মুছে যায়। একই অভিযোগ এসেছে ডিনস কমপ্লেক্স, শহিদুল্লাহ কেন্দ্র, চতুর্থ বিজ্ঞান ভবন কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্র থেকেও।
এ বিষয়ে সাইয়েদা হাফসা বলেন, ‘এটা তো মুছে যাওয়ার কথা নয়। কিন্তু মুছে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। আমরা দ্রুত এর সমাধান চাই।’
তার মতো আরও অন্তত দশজন ভোটারের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাদেরও অভিযোগ, কেন্দ্র থেকে বের হয়েই দেখা গেছে হাতে দেওয়া কালির দাগ উঠে যাচ্ছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘আমরা বাজারের সর্বোচ্চ মানের কালি ব্যবহার করেছি। এরপরও যদি দাগ উঠে যায়, তবু সমস্যা হবে না। ভোট কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করা হচ্ছে। নারী ভোটারদের মধ্যে যারা নেকাব পরেন, তাদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভোটগ্রহণ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। আশা করছি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না।’
উল্লেখ্য, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। নির্বাচনে অংশ নিচ্ছেন ৮৬০ জন প্রার্থী। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি পাঁচটি পদে লড়ছেন ৫৮ জন প্রার্থী। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে।

যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩ ঘণ্টা আগে
ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে রেলওয়ের টহলদলের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে ঢাকা–চট্টগ্রাম রেলপথের ফেনীর কালিদহ ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনালের আশপাশে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা।
৭ ঘণ্টা আগে