রাজশাহীতে সূর্যের তাপ যেন আগুনের হল্কা

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৪: ১৪
চন্ড গরম থেকে একটু স্বস্তি পেতে আইসক্রীম খাচ্ছেন দুই বৃদ্ধ। ছবিটি নগরীর এলজিইডি ভবনের সামনে থেকে তোলা।

উত্তরাঞ্চলে কয়েক দিন ধরেই সূর্য যেন আগুন ছড়াচ্ছে। ফলে রাজশাহীতে বিরাজ করছে মরুভূমির মতো তপ্ত আবহাওয়া। তাপপ্রবাহ বয়ে যাওয়ায় সকাল থেকে তেঁতে ওঠা রোদ দিনভর ছড়াচ্ছে আগুনের হল্কা। ঠাঁঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেঁতে উঠেছে পথ-ঘাট। দুপুর গড়াতেই তাপমাত্রার পারদ ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুর ২টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। শনিবার বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গত শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য মতে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। এছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। চরম গরম অনুভূত হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। সাধারণ মানুষ ছাতা মাথায় অথবা রিকশায় চলাচল করছেন। এদিকে, তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন দুস্থ, খেটে খাওয়া, ছিন্নমূল ও শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। কেননা, রাজশাহীতে কয়েকদিন ধরে বিরাজ করছে মরুভূমির মতো তপ্ত আবহাওয়া। তাপপ্রবাহ বয়ে যাওয়ায় সকাল থেকে তেঁতে ওঠা রোদ দিনভর ছড়াচ্ছে আগুনের হল্কা। এতে তারা কাজ করতে পারছেন না।

নগরীর শিরোইল বাস টার্মিনালে কথা হয় সাহাবুর রহমান নামে এক রিকশাচালকের সঙ্গে। তিনি বলেন, এই রোদে শরীর, হাত-পা পুড়ে যাচ্ছে। তার পরও বের হতে হবে। কারণ শরীরের কথা ভাবার সময় নেই। কেননা, ঘরে বসে থাকলে তো পেট চলবে না।

একই কথা জানালেন দিনমজুর রফিকুল আর রাইহান। এদের বাড়ি নগরীর টিকাপাড়া এলাকায়। তারা বলেন, ‘গত কয়েকদিন ধরে তীব্র রোদ ও গরম। তাপপ্রবাহের কারণে রাস্তায় বের হওয়া যায় না। তপ্ত রোদে হাত-পা ঝ্বলসে যাওয়ার অবস্থা। কিন্তু বাড়িতে বসে থাকলে মুখে খাবার জুটবে না। তাই বাধ্য হয়ে প্রচণ্ড রোদ ও গরমের মধ্যেও কাজের সন্ধানে বের হয়েছি।’

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক আনোয়ারা খাতুন জানান, কিছুদিন আগে বৃষ্টি হওয়ার পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিন ধরে তাপমাত্রা আরও বেড়ে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। তাই তাপপ্রবাহ চলাকালীন সবাইকে সতর্ক থাকতে এবং বিনা প্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোল স্থলবন্দরের স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয়

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী পরিচালক (ট্রাফিক) ফয়সাল আহসান সজীব, রেলওয়ে সহকারী নির্বাহী কর্মকর্তা মো. চাঁদ আহমেদ, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন, বন্দর প্রকৌশলী আবুল খায়ের, রেলওয়ে পুলিশ উপ পরিদর্শক আম

১ দিন আগে

আ.লীগ এখন সিগারেটের মতো পুড়ে ছাই হয়ে যাবে: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনই মূল লক্ষ্যই ছিল আমাদের। ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ আজ বাস্তবায়িত হয়েছে। দেশের মানুষ তীব্র ঘৃণায় স্বৈরাচারী সরকারকে ছুড়ে ফেলে দিয়েছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এখন সিগারেটের মতো পুড়ে ছাই হয়ে যাবে।

১ দিন আগে

নেত্রকোনা সীমান্তে ২১ জনকে ‘পুশ ইন’

বিজিবি জানায়, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশ ইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা দিল্লিতে কাজের জন্য গিয়েছিলেন।

১ দিন আগে

মুখ দিয়ে লিখে জিপিএ-৫ পেল লিতুন জিরা

হাত-পা ছাড়াই জন্ম হয়েছিল লিতুন জিরার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। মুখ দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সাহসী কিশোরী।

১ দিন আগে