রাজশাহী ব্যুরো
কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে একদিনের চাকরি মেলা। আজ শনিবার রাজশাহী নভোথিয়েটার চত্বরে ইউসেপ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় প্রায় ২৫০ জনকে সরাসরি চাকরির জন্য বাছাই করা হয়েছে। এ ছাড়া আরও বহু প্রার্থী প্রাথমিক নির্বাচনের পর তালিকাভুক্ত হয়েছেন।
মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান এবং ইউসেপ রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, নেট্রো সিস্টেম (রাজশাহী হাইটেক পার্ক), বিডিজবস ডটকমসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। সকাল থেকেই তরুণ-তরুণীদের দীর্ঘ লাইন পড়ে মেলা প্রাঙ্গণে। তারা জীবনবৃত্তান্ত জমা দেওয়া ও সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।
মেলায় ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, ওয়েব ডিজাইন, গার্মেন্টস টেকনিশিয়ান, অটোমোবাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন ট্রেডভিত্তিক পদে নিয়োগ দেওয়া হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি জুবায়ের আহমেদ বলেন, ‘ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা দক্ষ, পরিশ্রমী ও বিশ্বস্ত কর্মী হিসেবে আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে দীর্ঘদিন ধরে। এই মেলা থেকে যোগ্য কর্মী বাছাইয়ের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’
ইউসেপের সাবেক শিক্ষার্থী তাজিমুল ইসলাম বলেন, ‘ইউসেপ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে আমি আরএফএল গ্রুপে চাকরি পেয়েছিলাম।’
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, ‘এই চাকরি মেলা দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক। দেশের বিভিন্ন প্রান্তে এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া উচিত।’
জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, ‘রাজশাহী শিক্ষার শহর হলেও বেকারের সংখ্যাও কম নয়। এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন সব সময় পাশে থাকবে।’
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আবদুল করিম বলেন, ‘শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ এবং শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইউসেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য শিল্পখাতে কর্মসংস্থানে সহায়তা করাও ইউসেপের মূল লক্ষ্য।
কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে একদিনের চাকরি মেলা। আজ শনিবার রাজশাহী নভোথিয়েটার চত্বরে ইউসেপ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় প্রায় ২৫০ জনকে সরাসরি চাকরির জন্য বাছাই করা হয়েছে। এ ছাড়া আরও বহু প্রার্থী প্রাথমিক নির্বাচনের পর তালিকাভুক্ত হয়েছেন।
মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান এবং ইউসেপ রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, নেট্রো সিস্টেম (রাজশাহী হাইটেক পার্ক), বিডিজবস ডটকমসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। সকাল থেকেই তরুণ-তরুণীদের দীর্ঘ লাইন পড়ে মেলা প্রাঙ্গণে। তারা জীবনবৃত্তান্ত জমা দেওয়া ও সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।
মেলায় ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, ওয়েব ডিজাইন, গার্মেন্টস টেকনিশিয়ান, অটোমোবাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন ট্রেডভিত্তিক পদে নিয়োগ দেওয়া হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি জুবায়ের আহমেদ বলেন, ‘ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা দক্ষ, পরিশ্রমী ও বিশ্বস্ত কর্মী হিসেবে আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে দীর্ঘদিন ধরে। এই মেলা থেকে যোগ্য কর্মী বাছাইয়ের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’
ইউসেপের সাবেক শিক্ষার্থী তাজিমুল ইসলাম বলেন, ‘ইউসেপ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে আমি আরএফএল গ্রুপে চাকরি পেয়েছিলাম।’
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, ‘এই চাকরি মেলা দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক। দেশের বিভিন্ন প্রান্তে এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া উচিত।’
জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, ‘রাজশাহী শিক্ষার শহর হলেও বেকারের সংখ্যাও কম নয়। এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন সব সময় পাশে থাকবে।’
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আবদুল করিম বলেন, ‘শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ এবং শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইউসেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য শিল্পখাতে কর্মসংস্থানে সহায়তা করাও ইউসেপের মূল লক্ষ্য।
ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে উত্তরের পাঁচ জেলা—লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
১৭ ঘণ্টা আগেনেত্রকোণার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
১৭ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, লক্ষ্মী পূজার দিনে নদীতে গঙ্গাস্নান করলে পাপমোচন হয় এবং পূজা দিলে মনোবাসনা পূরণ হয়। এক সময় এখানে যাত্রা, সার্কাস, পুতুলনাচ থাকলেও এখন তা বদলে জায়গা নিয়েছে আধুনিক রাইড ও বিনোদনের নানা আয়োজন।
১৮ ঘণ্টা আগেতিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
১৯ ঘণ্টা আগে