রাজশাহীতে ইউসেপের চাকরি মেলা

২৫০ জন পেলেন সরাসরি নিয়োগ, সুযোগ পেলেন আরও শতাধিক

রাজশাহী ব্যুরো

কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে একদিনের চাকরি মেলা। আজ শনিবার রাজশাহী নভোথিয়েটার চত্বরে ইউসেপ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় প্রায় ২৫০ জনকে সরাসরি চাকরির জন্য বাছাই করা হয়েছে। এ ছাড়া আরও বহু প্রার্থী প্রাথমিক নির্বাচনের পর তালিকাভুক্ত হয়েছেন।

মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান এবং ইউসেপ রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, নেট্রো সিস্টেম (রাজশাহী হাইটেক পার্ক), বিডিজবস ডটকমসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। সকাল থেকেই তরুণ-তরুণীদের দীর্ঘ লাইন পড়ে মেলা প্রাঙ্গণে। তারা জীবনবৃত্তান্ত জমা দেওয়া ও সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।

মেলায় ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, ওয়েব ডিজাইন, গার্মেন্টস টেকনিশিয়ান, অটোমোবাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন ট্রেডভিত্তিক পদে নিয়োগ দেওয়া হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি জুবায়ের আহমেদ বলেন, ‘ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা দক্ষ, পরিশ্রমী ও বিশ্বস্ত কর্মী হিসেবে আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে দীর্ঘদিন ধরে। এই মেলা থেকে যোগ্য কর্মী বাছাইয়ের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’

ইউসেপের সাবেক শিক্ষার্থী তাজিমুল ইসলাম বলেন, ‘ইউসেপ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে আমি আরএফএল গ্রুপে চাকরি পেয়েছিলাম।’

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, ‘এই চাকরি মেলা দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক। দেশের বিভিন্ন প্রান্তে এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া উচিত।’

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, ‘রাজশাহী শিক্ষার শহর হলেও বেকারের সংখ্যাও কম নয়। এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন সব সময় পাশে থাকবে।’

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আবদুল করিম বলেন, ‘শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ এবং শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইউসেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য শিল্পখাতে কর্মসংস্থানে সহায়তা করাও ইউসেপের মূল লক্ষ্য।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপের কামড়ে প্রাণ গেল ইজিবাইকের চালকের

১ দিন আগে

হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড, পান বরজের ব্যাপক ক্ষতি

ঝড়ের কবলে পড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের পর গাছে চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর দুটি, নুরুল ইসলামের একটি, আব্দুর রহিমের দুটি, আবু সিদ্দিকের একটি ও ইদ্রিস আলীর দুটি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের দুটি, শাহ্ নেওয়াজের একটি ও সিরাজুল ইসলামের একটি বসতঘর ভেঙে গেছে

১ দিন আগে

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১ দিন আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে