২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে রাবিতে ভর্তি

ক্লাস শুরুর আগেই থেমে গেল কুইনের জীবন

রাজশাহী ব্যুরো

স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পা রাখার কথা ছিল মাত্র কয়েকদিন পর। নতুন বন্ধু, নতুন জীবন আর স্বপ্নের শুরু—সব প্রস্তুত ছিল রাফিয়া সুলতানা কুইনের। কিন্তু সেই স্বপ্নযাত্রা আর শুরু হলো না। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ভর্তির পরও একটি ক্লাসও করা হয়নি তার। গত বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না–ফেরার দেশে পাড়ি দেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১৮ বছর।

পরিবার সূত্রে জানা যায়, কদিন আগে হঠাৎ করে জ্বর ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন কুইন। পরীক্ষা করে জানা যায়, তিনি অ্যাজমায় আক্রান্ত। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক আহমেদের একমাত্র কন্যা কুইন। এইচএসসি পাস করেন ভোলাহাট সরকারি মহিলা কলেজ থেকে। পরবর্তীতে দেশের ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৯টি ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছিলেন মেধাবী এই শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ৪৫২তম, ‘বি’ ইউনিটে ৪৭তম এবং ‘সি’ ইউনিটে ৪৩তম হয়ে উত্তীর্ণ হয়েছিলেন কুইন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮৩৯তম, জাহাঙ্গীরনগরে ৬৬তম, চট্টগ্রামে ৬২৯তম, শাহজালালে ৪০তম, খুলনায় ৬৮তম এবং গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে ১৫৮তম অবস্থানে ছিলেন তিনি।

সব সম্ভাবনাকে ছাপিয়ে কুইন বেছে নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগ—যেখানে আগামী ১৭ আগস্ট হবে নবাগত শিক্ষার্থীদের প্রথম ক্লাস। সেই স্বপ্নযাত্রার আগেই থেমে গেল কুইনের জীবন।

রাবি শিক্ষার্থী ও কুইনের প্রতিবেশী মো. রেজাউল করিম ফেসবুকে লিখেছেন, ‘একটা মৃত্যুর খবর শুনে আমি ট্রমার মধ্যে চলে গেছি। কুইন এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। অ্যাজমায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিল। আর বুধবার রাত ৯টার দিকে পৃথিবী থেকে চিরবিদায় নেয়।’

তিনি আরও লেখেন, ‘জীবন কত নিষ্ঠুর! ফুল ফোটার আগেই ঝরে যায়। কত স্বপ্ন, কত উৎসাহ নিয়ে ক্যাম্পাসে আসার কথা ছিল তার। অথচ আজ সে আর নেই। বাবা–মায়ের চোখের মণিটা আজ অচেনা নীরবতায় শুয়ে আছে।’

আইবিএ বিভাগের পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, ‘রাফিয়া সুলতানা কুইনের মৃত্যুর খবরে আমরা অত্যন্ত শোকাহত। বিভাগের অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত হই। রাফিয়া আমাদের নবাগত শিক্ষার্থী ছিল। যদিও সে এখনো ক্লাস শুরু করেনি, তবু সে আমাদের পরিবারেরই একজন ছিল।’

তিনি আরও জানান, বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ ও তার পরিবারের পাশে থাকার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। একটি মেধাবী জীবনের এমন অপূর্ব সম্ভাবনার অপমৃত্যু কেবল একটি পরিবারের নয়, গোটা সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

১০ ঘণ্টা আগে

খুনের মামলা রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার চেষ্টার অভিযোগ

লিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।

১১ ঘণ্টা আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

১২ ঘণ্টা আগে

নাটোরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়ায় বাস--অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

১২ ঘণ্টা আগে