বিমান বিধ্বস্ত

নিহত পাইলট সাগরের রাজশাহীর বাড়িতে শোকের মাতম

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮: ৩১

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম।

আজ সোমবার দুপুরে তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। পরে বিকেল ৫টার দিকে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের মেজ চাচা মতিউর রহমান। তিনি বলেন, ‘আমরা বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর (পাইলট) মৃত্যুর খবর পেয়েছি। এরপর বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়।’

মতিউর রহমান জানান, সাগর ছয় মাস আগে বিয়ে করেছিলেন। তবে তাঁর কোনো সন্তান নেই। সম্প্রতি তিনি রাজশাহী এসেছিলেন।

তিনি আরও বলেন, ‘ছোট ভাই ঢাকায় গিয়ে মরদেহ নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে—সাগরের দাফন রাজশাহীতে না সোনা মসজিদে হবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মাদরাসায় গেলেন নাহিদ-সারজিস, আখতার মাজারে

সেখানে মাদরাসার শিক্ষার্থীরা তাদের বরণ করে নেন। পরে এনসিপি নেতাদের স্বাগত জানান মাদরাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দীন। এ সময় মাদরাসার শিক্ষক আশরাফ আলী নিজামপুরী ও নিজাম সাইয়্যিদ উপস্থিত ছিলেন। এনসিপি নেতারা মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

১ দিন আগে

নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের ধাক্কায় মাদরাসা অধ্যক্ষ নিহত

দুর্ঘটনায় নিহত মাহমুদুল হাসান মামুন (৩২) ওই গ্রামের মো. হাইম উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদরাসার মুহতামিম।

১ দিন আগে

গণগ্রেপ্তার বন্ধ না হলে প্রতিরোধ: কোটালীপাড়া বিএনপি

১ দিন আগে

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: চার আসামি ৩ দিনের রিমান্ডে

গত বুধবার রাতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে অভিযোগে খাগড়াছড়িতে মামলা হয়। এ ঘটনায় ওই দিনই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)। মামলার অন্য দুই আসামি হলেন মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩)। তাঁরা পলাতক

২ দিন আগে