রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

রাজশাহী ব্যুরো

দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫। আজ রোববার সকালে রাজশাহী সিটি করপোরেশনের মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এবং জেলার পবা উপজেলার সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি নগর এলাকার ক্যাম্পেইনের উদ্বোধন করেন, আর জেলা প্রশাসক আফিয়া আখতার জেলার কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউনিসেফ রাজশাহী–রংপুর অঞ্চলের চিফ তারিক আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, জাতীয় ইপিআই বিশেষজ্ঞ ডা. রেজাউর রহমান মিল্টনসহ বিভিন্ন সরকারি–বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেন, “শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও টাইফয়েড জ্বরের সংক্রমণ নিয়ন্ত্রণে এই টিকাদান কর্মসূচি একটি ঐতিহাসিক উদ্যোগ। রাজশাহীকে শতভাগ টিকাদান কাভারেজে পৌঁছাতে সবাইকে সহযোগিতা করতে হবে।”

রাজশাহী সিটি করপোরেশনের আওতায় ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে। সিটি এলাকায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী এক লাখ ৩৫ হাজার ১২৭ জন শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে।এর মধ্যে ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৭ হাজার ৯২৬ শিক্ষার্থী ২৭৮টি কেন্দ্রে এবং কমিউনিটি পর্যায়ের ৩৭ হাজার ২০১ জন শিশু ২৪০টি কেন্দ্রে টিকা পাবে।

অন্যদিকে, রাজশাহী জেলার গ্রামীণ এলাকাগুলোতে প্রায় পাঁচ লাখ ৬৪ হাজার শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা পেতে শিশুদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীসহ সারা দেশে টাইফয়েড জ্বর নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। শিশুদের মধ্যে এই মারাত্মক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. এস. আই. এম. রেজাউল করিম জানান, “এই ইনজেকটেবল টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এবং সম্পূর্ণ নিরাপদ। ইতোমধ্যে নেপাল, পাকিস্তানসহ আটটি দেশে সফলভাবে ব্যবহৃত হয়েছে।”

তিনি আরও বলেন, “টিকা জন্মসনদবিহীন শিশুদের জন্যও উন্মুক্ত থাকবে। শহরের পথশিশুদের টিকাদানের দায়িত্ব নেবে বিভিন্ন বেসরকারি সংস্থা ও এনজিও।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

৬ ঘণ্টা আগে

নেত্রকোনায় ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেপ্তার

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় সোহানুর রহমান খান ফাহিমকে গ্রেপ্তার করা হয়। ফাহিম নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকার বাসিন্দা।

৬ ঘণ্টা আগে

খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলা

সাংবাদিক এহতেশামুল হক শাওন বলেন, প্রথমে আমার সঙ্গে এক ব্যক্তির কথা হয়। কথার এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে উঠলে আমি বলি, ভাই- এভাবে উত্তেজিত না হয়ে আসুন দেখা করে সরাসরি কথা বলি। তখন তিনি বলেন, শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে আসুন। সেখানে গিয়ে দেখি কিছু মানুষের ভিড়। এ মোড়ে সাধারণত এমনিতেই

১ দিন আগে

নিয়ন্ত্রণে টঙ্গীর তুলার গুদামের আগুন

গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

১ দিন আগে