৭ বছর পর রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮: ১৭

দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ লাইব্রেরি পুনরায় চালু করা হয়েছে। পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েসের রাজশাহী কলেজ শাখা ‘দীপালোক’ নামে এ লাইব্রেরি চালুর উদ্যোগ নেয়।

আজ সোমবার দুপুরে কলেজের কলা ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। এসময় তিনি বলেন, গ্রীন ভয়েস কলেজ শাখা যে উদ্যোগ নিয়েছে এটি শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনন্য ভূমিকা রাখবে বলে উদ্যোগের সাফল্য কামনা করেন তিনি।

গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, একই বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান, সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আশিক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, লাইব্রেরিতে বাংলা, ইংরেজি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে। রাজশাহীর কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদানের পর বই পড়তে এবং ৭ দিনের জন্য বাসায় নিয়ে পড়ার সুযোগ পাবে। এটি মূলত সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ চলাকালীন খোলা থাকবে। বুধবার ও শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে এবং বুধবার বিকেলে পাঠচক্র অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের উদ্যোগে ‘ভ্রাম্যমাণ সততা লাইব্রেরি’ যাত্রা শুরু করে। লাইব্রেরির আকর্ষণীয় দিক ছিল, লাইব্রেরি থকে পাঠকগণ নিজের ইচ্ছামত পুস্তক গ্রহণ করে পড়ার পর ঐ দিন স্বেচ্ছায় এই লাইব্রেরিতে ফেরত দেবে। যেখানে কোনো লাইব্রেরি কর্মী সেবাদান বা পাহারার জন্য নিযুক্ত থাকবে না। এই গ্রন্থাগারের অন্যতম লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সততার চর্চা প্রসার ঘটানো। যেন ব্যবহারকারীদের সততা ও সৎ গুনাবলী এই লাইব্রেরি পরিচালনার প্রধান শক্তি হিসেবে বিবেচ্য হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদকসহ গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদকসহ গ্রেপ্তার রাজশাহী ব্যুরো রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলুকে (৩৫) মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ সোমবার র‌্যাব-৫–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞ

৯ ঘণ্টা আগে

ভাড়া বাসায় মা-মেয়ে ও ছেলেকে গলা কেটে হত্যা

২০১৭ সালে রফিকুলের সাথে ময়নার বিয়ে হয়। তারপর থেকে রফিকুল স্ত্রী-সন্তানকে নিয়ে ভালুকায় বসবাস করতেন। গত দেড় মাস আগে পৌর শহরের টিঅ্যান্ডটি রোডের হাইয়ুমের বাসায় ভাড়া উঠেন তারা। একই বাসায় বসবাস করতেন রফিকুলের ভাই নজরুল ইসলাম।

১১ ঘণ্টা আগে

এক টানেই জালে প্রায় ৪০ লাখ টাকার ইলিশ

আড়তের খান ফিসের ম্যানেজার মো.সাগর ইসলাম বলেন, মাছগুলো তাদের আড়তে নিয়ে আসার পর ৩টি আকারে আলাদা করা হয়। ৯০০ গ্রাম ১কেজি ওজনের মাছ মণ প্রতি ৯৫ হাজার টাকা, ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৭০ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ৫৬ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও অন্য

১ দিন আগে

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পলাতক শ্বশুর গ্রেপ্তার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীর বয়স ১৮ বছর। প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয় টুলু আলীর ছেলে মো. মাসুদ রানার সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুর টুলু আলী তরুণীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। তরুণী বিষয়টি তার স্বামী ও পরিবারের সদস্যদের জানালে আসামির আচরণ আরও আক

১ দিন আগে