রাজশাহী ব্যুরো
দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ লাইব্রেরি পুনরায় চালু করা হয়েছে। পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েসের রাজশাহী কলেজ শাখা ‘দীপালোক’ নামে এ লাইব্রেরি চালুর উদ্যোগ নেয়।
আজ সোমবার দুপুরে কলেজের কলা ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। এসময় তিনি বলেন, গ্রীন ভয়েস কলেজ শাখা যে উদ্যোগ নিয়েছে এটি শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনন্য ভূমিকা রাখবে বলে উদ্যোগের সাফল্য কামনা করেন তিনি।
গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, একই বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান, সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আশিক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, লাইব্রেরিতে বাংলা, ইংরেজি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে। রাজশাহীর কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদানের পর বই পড়তে এবং ৭ দিনের জন্য বাসায় নিয়ে পড়ার সুযোগ পাবে। এটি মূলত সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ চলাকালীন খোলা থাকবে। বুধবার ও শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে এবং বুধবার বিকেলে পাঠচক্র অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের উদ্যোগে ‘ভ্রাম্যমাণ সততা লাইব্রেরি’ যাত্রা শুরু করে। লাইব্রেরির আকর্ষণীয় দিক ছিল, লাইব্রেরি থকে পাঠকগণ নিজের ইচ্ছামত পুস্তক গ্রহণ করে পড়ার পর ঐ দিন স্বেচ্ছায় এই লাইব্রেরিতে ফেরত দেবে। যেখানে কোনো লাইব্রেরি কর্মী সেবাদান বা পাহারার জন্য নিযুক্ত থাকবে না। এই গ্রন্থাগারের অন্যতম লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সততার চর্চা প্রসার ঘটানো। যেন ব্যবহারকারীদের সততা ও সৎ গুনাবলী এই লাইব্রেরি পরিচালনার প্রধান শক্তি হিসেবে বিবেচ্য হয়।
দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ লাইব্রেরি পুনরায় চালু করা হয়েছে। পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েসের রাজশাহী কলেজ শাখা ‘দীপালোক’ নামে এ লাইব্রেরি চালুর উদ্যোগ নেয়।
আজ সোমবার দুপুরে কলেজের কলা ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। এসময় তিনি বলেন, গ্রীন ভয়েস কলেজ শাখা যে উদ্যোগ নিয়েছে এটি শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনন্য ভূমিকা রাখবে বলে উদ্যোগের সাফল্য কামনা করেন তিনি।
গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, একই বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান, সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আশিক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, লাইব্রেরিতে বাংলা, ইংরেজি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে। রাজশাহীর কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদানের পর বই পড়তে এবং ৭ দিনের জন্য বাসায় নিয়ে পড়ার সুযোগ পাবে। এটি মূলত সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ চলাকালীন খোলা থাকবে। বুধবার ও শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে এবং বুধবার বিকেলে পাঠচক্র অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের উদ্যোগে ‘ভ্রাম্যমাণ সততা লাইব্রেরি’ যাত্রা শুরু করে। লাইব্রেরির আকর্ষণীয় দিক ছিল, লাইব্রেরি থকে পাঠকগণ নিজের ইচ্ছামত পুস্তক গ্রহণ করে পড়ার পর ঐ দিন স্বেচ্ছায় এই লাইব্রেরিতে ফেরত দেবে। যেখানে কোনো লাইব্রেরি কর্মী সেবাদান বা পাহারার জন্য নিযুক্ত থাকবে না। এই গ্রন্থাগারের অন্যতম লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সততার চর্চা প্রসার ঘটানো। যেন ব্যবহারকারীদের সততা ও সৎ গুনাবলী এই লাইব্রেরি পরিচালনার প্রধান শক্তি হিসেবে বিবেচ্য হয়।
তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
১৬ ঘণ্টা আগেলিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।
১৭ ঘণ্টা আগেসাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
১৮ ঘণ্টা আগেনাটোরের বনপাড়ায় বাস--অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
১৮ ঘণ্টা আগে