রাবিতে নবীন শিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পাঠদানের আধুনিক পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া, কারিকুলাম উন্নয়ন ও এক্রিডিটেশন অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা এসব বিষয়ে সেশন পরিচালনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো একে অপরের কাছ থেকে শেখা। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠতে এ ধরনের প্রশিক্ষণ খুবই সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ।”

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, “নবীন শিক্ষকদের জন্য এটাই প্রথম প্রশিক্ষণ কর্মশালা। আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করি—সেই জায়গা থেকেই নবীন শিক্ষকদের জন্য এই আয়োজন। নতুন-পুরাতনের ভাবনার সমন্বয়েই শিক্ষার মানোন্নয়ন সম্ভব।”

সমাজকর্ম বিভাগের নবীন শিক্ষক তানভীর হোসাইন বলেন, “নতুন শিক্ষক হিসেবে শুরুটা কেমন হবে বুঝে উঠতে পারিনি। এমন প্রশিক্ষণ নিঃসন্দেহে দিকনির্দেশক ও প্রশংসনীয় উদ্যোগ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার প্রমুখ।

১১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা আগে

ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

৯ ঘণ্টা আগে

সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭২৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায় বেচাকেনা হয়েছে।

১ দিন আগে

তিস্তাপাড়ে পাঁচ জেলায় এক লাখ মানুষ পানিবন্দি

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে উত্তরের পাঁচ জেলা—লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

১ দিন আগে