রাবিতে নবীন শিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পাঠদানের আধুনিক পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া, কারিকুলাম উন্নয়ন ও এক্রিডিটেশন অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা এসব বিষয়ে সেশন পরিচালনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো একে অপরের কাছ থেকে শেখা। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠতে এ ধরনের প্রশিক্ষণ খুবই সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ।”

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, “নবীন শিক্ষকদের জন্য এটাই প্রথম প্রশিক্ষণ কর্মশালা। আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করি—সেই জায়গা থেকেই নবীন শিক্ষকদের জন্য এই আয়োজন। নতুন-পুরাতনের ভাবনার সমন্বয়েই শিক্ষার মানোন্নয়ন সম্ভব।”

সমাজকর্ম বিভাগের নবীন শিক্ষক তানভীর হোসাইন বলেন, “নতুন শিক্ষক হিসেবে শুরুটা কেমন হবে বুঝে উঠতে পারিনি। এমন প্রশিক্ষণ নিঃসন্দেহে দিকনির্দেশক ও প্রশংসনীয় উদ্যোগ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার প্রমুখ।

১১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক মন্ত্রী শ ম রেজাউলের ভাই ঢাকায় গ্রেপ্তার

শামীম বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা। তার নামে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দুটি মামলার রয়েছে।

১ দিন আগে

কারাগারে অসুস্থ সাবেক ইউপি চেয়ার‌ম্যানের হাসপাতালে মৃত্যু

কারাগার ও পরিবার সূত্র জানায়, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গত ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর দেড়টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর হাওলাদার। দ্রুত তাকে কারাগার থেকে মাত্র ১০ মিনিটের মধ্যে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে তাৎক্ষণিকভাবে ইসিজি

২ দিন আগে

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাকসুর মিষ্টি বিতরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার পর উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ কারেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। বুধবার বিকাল পৌনে ৫টায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

২ দিন আগে

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর রাজশাহীতে আনন্দ-উৎসব ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজনৈতিক দলগুলো।

২ দিন আগে