বিএনপি গুম-হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭: ০৮

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি কখনো কোনো গুম-হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না। গুম হত্যা সন্ত্রাস যেই করুক, তাদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে হবে।

ঢাকার রাস্তায় ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এদের সকলকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত দিয়েছেন।

শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা লক্ষ করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য। যেভাবে ১৫ বছর ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না।

নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক ট্যাংক লরি ও কার্ভাডভ্যানের সভাপতি আব্দুল জলিল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুন প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজসাক্ষী কাদের বলে, ইতিহাসের বিখ্যাত কয়েকজন রাজসাক্ষী

আন্তর্জাতিক আইনে এই ব্যক্তিদের ‘অ্যাকোম্প্লিস টার্নড প্রোসিকিউশন উইটনেস’ বলা হয়। ইংল্যান্ড, আমেরিকা বা ভারত—প্রায় সব আধুনিক বিচারব্যবস্থায়ই রাজসাক্ষীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

সন্তান কোলে নিয়ে পরীক্ষা, দেশসেরা বাগমারার শামীমা

পরীক্ষার সময় যখন বেশিরভাগ শিক্ষার্থী বই আর কলম নিয়ে ব্যস্ত, তখন এক তরুণী কোলে এক মাসের নবজাতক সন্তান নিয়ে হাজির হলেন কেন্দ্রে। সেই সন্তান নিয়েই তিন ঘণ্টার পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে হয়েছেন প্রথম।

১ দিন আগে

বাসার সামনে যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান মোল্লা। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে দেয়।

১ দিন আগে

কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত সাপ উদ্ধার, চিকিৎসার জন্য এক্সরে

সংগঠনের কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানিয়েছেন, দৈর্ঘ্য প্রায় ৩ ফুট প্রাপ্ত বয়স্ক এ সাপটি হলদে ও কালো রঙের এবং লাল লাল ফোটা রয়েছে। তাদের ভাষায় এটি মৃদু বিষধর কাল নাগিনী। আঘাতপ্রাপ্ত সাপটি উদ্ধারের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ভেটেনারি সার্জনের পরামর্শে এখানে এনে এক্সরে করানো হয়েছে।

২ দিন আগে