ঈদের ছুটিতে রাজশাহীর বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে কোরবানির ঈদের দিন থেকে চলছে মৃদু তাপদাহ। গ্রীষ্মের শেষ সময়েও তাপদাহে হাঁসফাঁস করছে জনজীবন। তবে ঈদের উৎসবের আমেজে ভাটা পড়েনি। ঈদের দিন কিছুটা ফাঁকা থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটির সুযোগে বিনোদনপ্রিয় মানুষ পরিবার-পরিজন নিয়ে ভিড় করেছেন শহরের শহীদ জিয়া শিশুপার্ক, বড়কুঠি পদ্মার পাড়, লালন শাহ মুক্তমঞ্চ, ভদ্রা শিশুপার্ক ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যানসহ নানা জায়গায়। শিশুদের পাশাপাশি বড়রাও ঘুরছেন আনন্দে।

শহীদ জিয়া শিশুপার্কে গিয়ে দেখা যায়, ছোটরা খেলাধুলায় ব্যস্ত, আর বড়রা ফিরেছেন শৈশবে। কেউ চড়েছেন নাগরদোলায়, কেউবা বরফ গোলা হাতে ঘুরছেন পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পদ্মার পাড়েও ছিল স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা। পদ্মার হিমেল বাতাস ও নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে এসেছেন অনেকেই। অনেকে নিয়ে এসেছেন হোমমেড খাবার, জমেছে পিকনিকের আমেজ। আবার, নগরীর লালন শাহ মুক্তমঞ্চ ও তার সংলগ্ন গ্যালারিতে বসে অনেকেই উপভোগ করেছেন পদ্মার অপরূপ দৃশ্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও কমছে না দর্শনার্থীদের আনাগোনা।

যদিও রাজশাহীতে কয়েকদিন ধরে বৃষ্টির দেখা নেই, তবুও প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করলেও তাতে যেন ঈদের আনন্দে বাধা হয়নি।

এদিকে, ঈদের ছুটিতে প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও বিনোদনকেন্দ্রগুলোর সামনের চিত্র ছিল ভিন্ন। ছোট ছোট যানবাহন—রিকশা, অটোরিকশার চাপ বেড়ে যায় এসব এলাকায়। ফলে বেড়ে গেছে ভাড়া, আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “অন্য সময় শহীদ জিয়া পার্কে যেতে ৩০ টাকা ভাড়া লাগে, এখন নিচ্ছে ৬০-৭০ টাকা।”

রিকশাচালক সফিকুল ইসলাম বলেন, “ঈদের সময় একটু বেশি ভাড়া চাইতেই হয়। সবাই তো ঈদে কিছু বাড়তি আয় করতে চায়।”

অন্যদিকে, বিনোদনকেন্দ্রগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। নগর পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। ছিল স্বেচ্ছাসেবী ও ট্রাফিক পুলিশের নজরদারিও। ফলে রুক্ষ আবহাওয়া আর ভাড়ার বিড়ম্বনা সত্ত্বেও ঈদের ছুটিতে প্রাণবন্ত ছিল রাজশাহীর বিনোদনকেন্দ্রগুলো। প্রতিদিনের ব্যস্ততা ও ক্লান্তির বাইরে এই উৎসব যেন নগরবাসীর কাছে হয়ে উঠেছে এক অনাবিল আনন্দের উপলক্ষ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তিস্তাপাড়ে পাঁচ জেলায় এক লাখ মানুষ পানিবন্দি

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে উত্তরের পাঁচ জেলা—লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

১৯ ঘণ্টা আগে

নেত্রকোণায় বিরোধের জেরে কৃষক খুন

নেত্রকোণার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।

১৯ ঘণ্টা আগে

নড়াইলে ১৫০ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজার মেলা

স্থানীয়রা জানান, লক্ষ্মী পূজার দিনে নদীতে গঙ্গাস্নান করলে পাপমোচন হয় এবং পূজা দিলে মনোবাসনা পূরণ হয়। এক সময় এখানে যাত্রা, সার্কাস, পুতুলনাচ থাকলেও এখন তা বদলে জায়গা নিয়েছে আধুনিক রাইড ও বিনোদনের নানা আয়োজন।

১৯ ঘণ্টা আগে

নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

২০ ঘণ্টা আগে