ঈদের ছুটিতে রাজশাহীর বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে কোরবানির ঈদের দিন থেকে চলছে মৃদু তাপদাহ। গ্রীষ্মের শেষ সময়েও তাপদাহে হাঁসফাঁস করছে জনজীবন। তবে ঈদের উৎসবের আমেজে ভাটা পড়েনি। ঈদের দিন কিছুটা ফাঁকা থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটির সুযোগে বিনোদনপ্রিয় মানুষ পরিবার-পরিজন নিয়ে ভিড় করেছেন শহরের শহীদ জিয়া শিশুপার্ক, বড়কুঠি পদ্মার পাড়, লালন শাহ মুক্তমঞ্চ, ভদ্রা শিশুপার্ক ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যানসহ নানা জায়গায়। শিশুদের পাশাপাশি বড়রাও ঘুরছেন আনন্দে।

শহীদ জিয়া শিশুপার্কে গিয়ে দেখা যায়, ছোটরা খেলাধুলায় ব্যস্ত, আর বড়রা ফিরেছেন শৈশবে। কেউ চড়েছেন নাগরদোলায়, কেউবা বরফ গোলা হাতে ঘুরছেন পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পদ্মার পাড়েও ছিল স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা। পদ্মার হিমেল বাতাস ও নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে এসেছেন অনেকেই। অনেকে নিয়ে এসেছেন হোমমেড খাবার, জমেছে পিকনিকের আমেজ। আবার, নগরীর লালন শাহ মুক্তমঞ্চ ও তার সংলগ্ন গ্যালারিতে বসে অনেকেই উপভোগ করেছেন পদ্মার অপরূপ দৃশ্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও কমছে না দর্শনার্থীদের আনাগোনা।

যদিও রাজশাহীতে কয়েকদিন ধরে বৃষ্টির দেখা নেই, তবুও প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করলেও তাতে যেন ঈদের আনন্দে বাধা হয়নি।

এদিকে, ঈদের ছুটিতে প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও বিনোদনকেন্দ্রগুলোর সামনের চিত্র ছিল ভিন্ন। ছোট ছোট যানবাহন—রিকশা, অটোরিকশার চাপ বেড়ে যায় এসব এলাকায়। ফলে বেড়ে গেছে ভাড়া, আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “অন্য সময় শহীদ জিয়া পার্কে যেতে ৩০ টাকা ভাড়া লাগে, এখন নিচ্ছে ৬০-৭০ টাকা।”

রিকশাচালক সফিকুল ইসলাম বলেন, “ঈদের সময় একটু বেশি ভাড়া চাইতেই হয়। সবাই তো ঈদে কিছু বাড়তি আয় করতে চায়।”

অন্যদিকে, বিনোদনকেন্দ্রগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। নগর পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। ছিল স্বেচ্ছাসেবী ও ট্রাফিক পুলিশের নজরদারিও। ফলে রুক্ষ আবহাওয়া আর ভাড়ার বিড়ম্বনা সত্ত্বেও ঈদের ছুটিতে প্রাণবন্ত ছিল রাজশাহীর বিনোদনকেন্দ্রগুলো। প্রতিদিনের ব্যস্ততা ও ক্লান্তির বাইরে এই উৎসব যেন নগরবাসীর কাছে হয়ে উঠেছে এক অনাবিল আনন্দের উপলক্ষ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

১ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

১ দিন আগে

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

১ দিন আগে

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে