
রাজশাহী ব্যুরো

নাটোরে একটি প্রাইভেটকার থেকে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে রাজশাহীতে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মো. ছাবিউল ইসলাম (৪৩) বর্তমানে এলজিইডির সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। এর আগে তিনি গাইবান্ধা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে গত বছরের ১৪ মার্চ নাটোরে ঢাকা-মেট্রো-ঘ-১২-৮৭৯৭ নম্বর গাড়িতে করে অন্যত্র নেওয়ার সময় তার কাছ থেকে ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, জব্দকৃত টাকার প্রকৃত উৎস ও মালিকানা গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশ্যে অর্থ স্থানান্তরের মাধ্যমে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধ করেন। এ কাজে সহযোগিতার অভিযোগে তার গাড়িচালক শ্রী বাপ্পি কুমার দাস (৫০)-কেও মামলার আসামি করা হয়েছে।
রাজশাহী দুদকের পক্ষে মামলার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, সোমবার সকালে দুদকের পক্ষ থেকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

নাটোরে একটি প্রাইভেটকার থেকে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে রাজশাহীতে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মো. ছাবিউল ইসলাম (৪৩) বর্তমানে এলজিইডির সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। এর আগে তিনি গাইবান্ধা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে গত বছরের ১৪ মার্চ নাটোরে ঢাকা-মেট্রো-ঘ-১২-৮৭৯৭ নম্বর গাড়িতে করে অন্যত্র নেওয়ার সময় তার কাছ থেকে ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, জব্দকৃত টাকার প্রকৃত উৎস ও মালিকানা গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশ্যে অর্থ স্থানান্তরের মাধ্যমে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধ করেন। এ কাজে সহযোগিতার অভিযোগে তার গাড়িচালক শ্রী বাপ্পি কুমার দাস (৫০)-কেও মামলার আসামি করা হয়েছে।
রাজশাহী দুদকের পক্ষে মামলার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, সোমবার সকালে দুদকের পক্ষ থেকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীর তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এক দিনের ব্যবধানে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।
২০ ঘণ্টা আগে
সুন্দরবনে ধর্মঘট ডেকে পর্যটনবাহী প্রায় চারশ জালিবোটসহ লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। এতে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকরা বিপাকে পড়েছেন, বাধ্য হয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকেই সুন্দরবনে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
২১ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, সিকদার পাড়া গ্রামে বাড়ির অদূরে দাঁড়িয়ে ছিলেন জানে আলম। এ সময় মোটরসাইকেলে করে মুখোশ পরা তিনজন সেখানে হাজির হন। জানে আলমকে গুলি করেই তারা দ্রুত সটকে পড়েন। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে জানে আলমকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।
১ দিন আগে
অভিযুক্ত সৈয়দ আবজুরুল হক চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) দপ্তরের অধীনে কর্মরত ছিলেন। বর্তমানে অবসরোত্তর ছুটিতে রয়েছেন তিনি।
২ দিন আগে