রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে: সাদিক কায়েম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদী প্রবণতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাইয়ের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে প্রতিবাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। বর্তমানে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে এবং তাদের দোসররা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আমরা বলছি— আপনারা খুনি হাসিনা ও তার দোসরদের মতো ভুল করবেন না।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদি শাসনের সময় খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসররা দেশের প্রতিটি ক্যাম্পাসকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছিল। গণরুম–গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘিত হতো। জুলাই বিপ্লব ও অসংখ্য শহিদের ত্যাগের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও প্রকৃত মুক্তি আসেনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রাবি উপউপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন বলেন, আগে হলে উঠতে হলে শিক্ষার্থীদের ৮-১০ হাজার টাকা ঘুষ দিতে হতো। কোটি কোটি টাকার সিটবাণিজ্য চলত। এখন মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করা হয়, ফলে সিটবাণিজ্য বন্ধ হয়েছে। অতীতে তুচ্ছ কারণে শিক্ষার্থীদের জীবন দিতে হয়েছিল। পদ্মা সেতুর জন্য অর্থ উত্তোলন করে ভাগাভাগির জন্য মানুষ খুন হয়েছিল। আগস্ট বিপ্লবের পর এসব সংস্কৃতি বদলেছে। রাকসুতে বিজয়ীদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাকসুর ভিপি ও রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আজ আমরা প্রথমবারের মতো ক্যাম্পাসে বিশাল পরিসরে নবীনবরণ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এর আগে ক্যাম্পাসের বাইরে অনুষ্ঠানের আয়োজন হতো, যেখানে বোনদের রাখা সম্ভব হতো না। এবার তা সম্ভব হয়েছে—আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাবি শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন ও রাবি শাখা শিবিরের নেতাসহ প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী দেওয়া হয়। এ ছাড়া ক্যারিয়ার গাইডলাইন ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সতর্ক থাকুন, বিভেদ ছড়িয়ে একটি দল ফায়দা নিতে চায়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, একটি দল বিএনপিতে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে—দলে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভাজন হতে দেওয়া যাবে না।

৫ ঘণ্টা আগে

পার্কিংয়ে থাকা মিনিবাসে আগুন

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—যান্ত্রিক গোলযোগ বা অন্যান্য কোনো ত্রুটির কারণে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

৭ ঘণ্টা আগে

গলাকাটা দম্পতি উদ্ধার: স্ত্রী নিহত, সংকটাপন্ন স্বামী

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে মতবিরোধের জেরে প্রথমে স্বামী এমরান ধারালো দা দিয়ে স্ত্রী রহিমাকে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি একই দা ব্যবহার করে নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

৮ ঘণ্টা আগে

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

উপাচার্য জানান, প্রশাসন চাইছে নির্বাচনটি সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হোক। শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা পাওয়া গেলে এ লক্ষ্য পূরণ সম্ভব।

১১ ঘণ্টা আগে