গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি

রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিজয় র‍্যালি

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৬: ২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজয় র‍্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ফোরামের শিক্ষক সদস্যদের পাশাপাশি বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

পরে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা অনুপস্থিত। এই বাস্তবতায় নতুন বাংলাদেশ গঠনে শহীদদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে।’

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নেয়। বর্তমানে মতবিভেদ থাকলেও ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।’

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম বলেন, ‘সরকারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা বিশ্বাস করি, একটি অংশগ্রহণমূলক নির্বাচনই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম করবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর হোসেন বাবু, সাবেক সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, রাবির রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ এবং লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. হাবিবুল ইসলামসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

৯ ঘণ্টা আগে

খুনের মামলা রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার চেষ্টার অভিযোগ

লিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।

১১ ঘণ্টা আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

১১ ঘণ্টা আগে

নাটোরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়ায় বাস--অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

১২ ঘণ্টা আগে