জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল এলাকায় শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাতে শিশির মনিরের নির্বাচনি প্রচার শেষে গাড়িটি দিরাইয়ের তাড়ল এলাকায় যাচ্ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা এসে গাড়িটিতে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, হেলমেট পরা থাকায় হামলাকারীদের তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে শিশির মনিরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারেজের প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমান বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ সম্ভব হলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ পুরো উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে যাবে। কৃষি উৎপাদন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

১৩ ঘণ্টা আগে

২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, জনসভাস্থলে জনসমুদ্র

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পদার্পণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় অংশ নিতে এসেছেন তিনি। তার আগমনে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে মাদরাসা ময়দান ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

১৩ ঘণ্টা আগে

শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

সংঘর্ষে গুরুতর আহত রেজাউল করিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় শেরপুর সদর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মন‌সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার প‌থে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

১ দিন আগে

এমন ক্ষতি যেন কারও না হয়, সুষ্ঠু তদন্ত চাই— জামিনে বেরিয়ে সাদ্দাম

পরে সন্ধ্যায় সাদ্দাম সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়িতে ফিরে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাস বয়সী ছেলে নাজিফ হাসানের কবর জিয়ারত করেন। গত সোমবার উচ্চ আদালত সাদ্দামের ছয় মাসের জামিন মঞ্জুর করে।

১ দিন আগে