কোনো বিশেষ দলের জন্য নির্বাচন থেমে থাকবে না: দুদু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৩: ৫৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো বিশেষ দলের জন্য জুলাই সনদ স্বাক্ষর যেমন থেমে থাকেনি, নির্বাচনও থেমে থাকবে না।

রোববার (১৯ অক্টোবর) চুয়াডাঙ্গার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র করছে। কেউ কেউ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনও করছে। আমরাও যৌক্তিক দাবির পক্ষে। তবে যারা দাবি তুলছেন, তাদের ভাবতে হবে দাবিটি সময়োপযোগী কি না।

দুদুর মতে, এসব আন্দোলনের কারণে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৫ জেলায় জ্বলল হাজারও মশাল

পাঁচ জেলাতেই মশাল প্রজ্বালনের মাধ্যমে আন্দোলনকারীরা নদীর পাশে দাঁড়িয়ে জনগণের ঐক্য ও সংকল্পের বার্তা দেন। একযোগে তারা সবাইকে নদী রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান। স্থানীয় অধিবাসীরা বলছেন, তিস্তার তীরবর্তী রংপুর বিভাগের পাঁচ জেলার ১৩০ কিলোমিটার এলাকায় তিস্তা একসময় ছিল মায়ের মতো আপন ছিল, যা এখন দুঃখের

৩ দিন আগে

৫ ঘণ্টাতেও জ্বলছে সিইপিজেডের আগুন, যোগ দিয়েছে সশস্ত্র বাহিনী

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ওই কারখানায় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ বাহিনী, বিমান বাহিনী এবং সিইপিজেডের সেনাবাহিনীর টিম।

৩ দিন আগে

রাকসুতে ভোট গ্রহণ শেষ, এবার ফলের অপেক্ষা

রিটার্নিং কর্মকর্তা বলেন, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে আমাদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা এখনো বলা যাচ্ছে না।

৩ দিন আগে

ভোটার আসার আগেই স্বাক্ষরিত শতাধিক ব্যালট, কারচুপির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের একটি কেন্দ্রের ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পেপারে স্বাক্ষর করেছেন এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। এতে ওই কেন্দ্রের পোলিং এজেন্টরা দাবি করেন ভোটে কারচুপি করার জন্যই এ স্বাক্ষর করা হয়েছে।

৩ দিন আগে