ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা দুর্জয়কে বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে বহিষ্কার করেছে ছাত্রদল। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সহসভাপতি শামসুল হুদা শামীমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদল নেত্রকোন জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে দুর্গাপুরের এক কলেজছাত্রীকে (২২) ধর্ষণ করার অভিযোগে ছাত্রদল নেতা দুর্জয়কে মঙ্গলবার পৌরসভার বিরিশিরি এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে পড়ালেখা করেন। তার সঙ্গে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে ঠিক হয়।

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, সোমবার ওই হবু দম্পতি দুর্গাপুরে ঘুরতে যান। ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ দুর্জয়ের বন্ধুত্ব থাকায় তার কথামতো তারা সেখানে একটি হোটেলে ওঠেন। সোমবার বিকেল ৩টার দিকে ওই ছাত্র হোটেলে থেকে বের হয়ে খাবার কিনতে যান। এ সময় মেয়েটি ওই হোটেলে অবস্থান করছিলেন। এ সময় দুর্জয় পুলিশকে জানান, তার বন্ধু নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। এর মধ্যে দুর্জয় ওই হোটেলে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।

এদিকে পুলিশ দুর্জয়ের বন্ধুকে আটক করে। এ সময় ওই ছাত্র পুলিশকে জানান, তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পরে পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও ছাত্রদল নেতা দুর্জয়কে আটক করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি মাহমুদুল বলেন, মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুর্জয়কে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার সকালে তাকে আদালতে উপস্থাপন করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

চিঠিতে অভিযোগ করা হয়, সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমি

২০ ঘণ্টা আগে

মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

মাদারীপুরে একটি ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১ দিন আগে

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ফের দুই পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে।

১ দিন আগে

চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা

তিনি বলেন, দেশের সর্ববৃহৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এরইমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সব কাগজপত্র পাঠিয়েছে। অর্থ ব্যয় সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন করেছে। চীন সরকারের বিশেষজ্ঞ দল যাচাই-বাছাই করছে।

১ দিন আগে