প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দেওয়া প্রশ্নপত্র কিন্ডারগার্টেনে বিক্রির অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের নিচতলার বারান্দায় বসে কিন্ডারগার্টেন স্কুলের প্রশ্নপত্র বিক্রি করা হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ভবনে বসে ব্যক্তি মালিকানাধীন কিন্ডারগার্টেন স্কুলের প্রশ্নপত্র বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কার্যালয় থেকে সরবরাহ করা প্রশ্নপত্র দিয়ে এ ধরনের বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে।

সোমবার (১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রশ্নপত্র বিক্রির ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা করে অনেকেই মন্তব্য লেখেন।

আজ দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দোতলা ভবনটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের পূর্বদিকে দিকে অবস্থিত। ফেসবুকে ভিডিও প্রচারের পর ওই ভবনের নিচতলায় গিয়ে দেখা যায় প্রচুর লোকজনের ভিড়।

খোঁজ করে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিন্ডারগার্টেন স্কুলের মালিকরা এসেছেন প্রশ্নপত্র ক্রয় করার জন্য।

তাঁদের কয়েকজন নিজেদের নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, আগে নিজেরাই প্রশ্নপত্র প্রণয়ন করে নিজ নিজ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষা নিতেন। কিন্তু এবার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একজন কর্মকর্তা (নাম প্রকাশ করেননি) শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র কেনার নির্দেশ দেন। যেসব কিন্ডারগার্টেন প্রশ্নপত্র ক্রয় করবে না নতুন বছরের বই পেতে তাদের সমস্যা হবে বলে জানিয়ে দেওয়া হয়। ফলে ঝামেলা এড়াতে কিন্ডারগার্টেনের মালিকরা প্রতি সেট প্রশ্নপত্র ১৫ টাকা করে ক্রয় করতে বাধ্য হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নান্দাইল উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে ১৩৪টি ছোটবড় কিন্ডারগার্টেন রয়েছে। এর কোনোটিতে শতাধিক শিক্ষার্থী রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নিচতলার একটি কক্ষে বসে প্রশ্নপত্র বিক্রি করছিলেন নাজমুল হোসেন নামে এক ব্যক্তি। তিনি নান্দাইলের হাজী কিন্ডারগার্টেনের মালিক ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক।

সরকারি অফিসে বসে কিন্ডারগার্টেনের প্রশ্নপত্র বিক্রি করা প্রসঙ্গে জানতে চাইলে নাজমুল বলেন, প্রশ্নগুলো শিক্ষা অফিস থেকে দেওয়া হয়েছে বিক্রি করার জন্য।

কারা দিয়েছেন জানতে চাইলে নাজমুল বলেন, কার্যালয়ে তখন শিক্ষা কর্মকর্তারা ছিলেন।

তিনি জানান, কিন্ডারগার্টেন মালিকরা চেয়েছেন বলে শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এসব প্রশ্নপত্রের সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্রের মিল নেই। কিন্ডারগার্টেনগুলোতে সরকারি বই প্রাপ্তির সাথে প্রশ্নপত্র ক্রয়ের বাধ্যবাধকতা নেই বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা (ইউপিইও) মোছা. ফজিলাতুন্নেসা বলেন, সরকারি প্রাথমিক শিক্ষা অফিস ভবন ব্যবহার করে কিন্ডারগার্টেন স্কুলের প্রশ্নপত্র বিক্রির অভিযোগটি ঠিক নয়।

এই কর্মকর্তা জানান, আজ তার কার্যালয় থেকে নান্দাইল উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। তবে বিতরণের সময় তিনি কার্যালয়ে ছিলেন না। স্কুল সংশ্লিষ্ঠ কাজে সকাল থেকে সারাদিন বাইরে ছিলেন বলে জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জাতীয় নির্বাচনের আগেই গণভোট দেন, সরকারকে সংকটে ফেলতে চাই না

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধ করা—এমন পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে সমাবেশ করা হবে, যার প্রথম আয়োজন রাজশাহীতে অনুষ্ঠিত হয়।

১ দিন আগে

জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করুন: রাশেদ প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। আজ রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।

১ দিন আগে

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেইন করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত থেকে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ এবং কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী সেতুতে সড়ক অবরোধ করা হয়। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

১ দিন আগে

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

কুমিগ্রামে নাগেশ্বরীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন মারা যাওয়া খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

১ দিন আগে