
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করার চারদিন পর সেই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দলটির মনোনয়ন প্রত্যাশী চার নেতা ও তাদের অনুসারীরা।
শুক্রবার (৭ নভেভম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।
ওই সমাবেশে মনোনয়ন প্রত্যাশী চারজনের মধ্যে মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান উপস্থিত ছিলেন। তবে বাকি দুজন মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব) একেএম শামছুল ইসলাম শামস (সূর্য) ও নাসের খান চৌধুরীর পক্ষে তাদের অনুসারী বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন বলেন, বাংলাদেশে ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা। আর নান্দাইল আসনেও বিএনপির ঐক্যের প্রয়োজন রয়েছে। যে নেতাকে নান্দাইল বিএনপিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি তা করতে পারেননি। বরং আরও অনৈক্যের সৃষ্টি হয়েছে। কাজেই আমরা ঐক্যবদ্ধ বিএনপির জন্য দলীয় প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।
নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান বলেন, যিনি দলে ঐক্য সৃষ্টি করতে পারেননি তিনি নির্বাচনে কীভাবে কর্মীদের ঐক্যবদ্ধ করবেন। তাই দলের স্বার্থে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থককে সাথে নিয়ে নেতৃবৃন্দ নানা স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কসহ নান্দাইল পৌর শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন।
মনোনয়ন পুনর্বিবেচনার দাবি করা প্রসঙ্গে বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ রয়েছেন। তারা সকলেই ধানের শীষের পক্ষে কাজ করছেন।
তিনি আরও বলেন, ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনে নান্দাইল আসনে বিএনপির সকল মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখন তারা কেন সেই প্রতিশ্রুতির বরখেলাপ করছেন তা আমার বোধগম্য নয়। দলের নেতৃবৃন্দ অনেককিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সকলকে সেই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো উচিত।

ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করার চারদিন পর সেই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দলটির মনোনয়ন প্রত্যাশী চার নেতা ও তাদের অনুসারীরা।
শুক্রবার (৭ নভেভম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।
ওই সমাবেশে মনোনয়ন প্রত্যাশী চারজনের মধ্যে মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান উপস্থিত ছিলেন। তবে বাকি দুজন মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব) একেএম শামছুল ইসলাম শামস (সূর্য) ও নাসের খান চৌধুরীর পক্ষে তাদের অনুসারী বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন বলেন, বাংলাদেশে ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা। আর নান্দাইল আসনেও বিএনপির ঐক্যের প্রয়োজন রয়েছে। যে নেতাকে নান্দাইল বিএনপিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি তা করতে পারেননি। বরং আরও অনৈক্যের সৃষ্টি হয়েছে। কাজেই আমরা ঐক্যবদ্ধ বিএনপির জন্য দলীয় প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।
নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান বলেন, যিনি দলে ঐক্য সৃষ্টি করতে পারেননি তিনি নির্বাচনে কীভাবে কর্মীদের ঐক্যবদ্ধ করবেন। তাই দলের স্বার্থে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থককে সাথে নিয়ে নেতৃবৃন্দ নানা স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কসহ নান্দাইল পৌর শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন।
মনোনয়ন পুনর্বিবেচনার দাবি করা প্রসঙ্গে বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ রয়েছেন। তারা সকলেই ধানের শীষের পক্ষে কাজ করছেন।
তিনি আরও বলেন, ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনে নান্দাইল আসনে বিএনপির সকল মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখন তারা কেন সেই প্রতিশ্রুতির বরখেলাপ করছেন তা আমার বোধগম্য নয়। দলের নেতৃবৃন্দ অনেককিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সকলকে সেই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো উচিত।

সংবাদ সম্মেলনে এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাইযোদ্ধা ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির
২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্যই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আরও কিছু আনুষ্ঠানিকতার পর আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।
২ দিন আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা মনি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাবার অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে তদন্তে।
২ দিন আগে