
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানীকে চুড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল করেছেন তার কর্মী-সমর্থকরা। এ আসনে ডা. মো. আনোয়ারুল হক।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বারহাট্টা সদরে এ গণমিছিল হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী অংশ নেন।
গণমিছিলটি নেত্রকোনা-বারহাট্টা আঞ্চলিক মহাসড়কের বারহাট্টার ফায়ার সার্ভিস মোড় এলাকা থেকে যাত্রা শুরু করে। পরে বারহাট্টা-মোহনগঞ্জগামী সড়কের প্রায় এক-দেড় কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ এবং বারহাট্টা বাজারের অতিক্রম করে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল বলেন, তারেক রহমান দূরদর্শী নেতা। তিনি আমাদের হতাশ করবেন না। এ টি এম আব্দুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্রনেতা। ৪০ বছর ধরে ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তিলতিল করে গড়ে উঠেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসনে পড়াশোনা করেও তিনি চাকরির পেছনে দৌড়াননি। সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে রাজনীতি করেছেন। জীবনে কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।
প্রদীপ কুমার আরও বলেন, ড্যানী নেত্রকোনা জেলার সবচেয়ে ক্লিন ইমেজের নেতা। আমরা বারহাট্টাবাসী উনাকে নিয়ে গর্বিত। বারহাট্টা অবহেলিত উপজেলা। যোগ্যতা থাকা সত্ত্বেও বারহাট্টাবাসী বারবার সংসদ নির্বাচন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছে। স্বাধীনতার পর হতে বারহাট্টাবাসী এমপি হিসেবে বারহাট্টার কাউকে পায়নি। এই সংসদীয় আসনটিতে জয়লাভ করতে হলে চুড়ান্ত মনোনয়নে অবশ্যই আব্দুল বারী ড্যানীকে রাখতে হবে। তা না হলে এ আসনে আমাদের ভরাডুবি নিশ্চিত। তারেক রহমান অবশ্যই আমাদের আবেগ অনুভূতির মূল্যায়ন করবেন।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন বলেন, আব্দুল বারী ড্যানী বিএনপির পরীক্ষিত নেতা। তিনি রাজনৈতিক জীবনে চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সবসময় রাজনীতি করেছেন। ২০১৮ সালে ড্যানী ভাইকে মনোনয়ন ঘোষণা করে পরে আবারও পরিবর্তন করা হয়েছিল। এবার ড্যানী ভাইকে চুড়ান্ত মনোনয়ন না দিলে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেবে।
ফরিদউদ্দিন আরও বলেন, সম্ভ্যাব্য প্রাথমিক মনোনয়ন না পেয়েও তিনি আমাদের সহিংসতা করতে নিষেধ করেছেন। আমরা দলের বিরুদ্ধে শ্লোগান দিতে চাই না। আওয়ামী লীগ দ্বিতীয় গোপালগঞ্জ উপাধি দিয়েছিল নেত্রকোনা-২ আসনকে। আব্দুল বারী ড্যানী ছাড়া এই আসনে জয়ী হওয়া কঠিন। তাই আমাদের প্রাণের দাবি, তৃণমূলকে বাঁচাতে চুড়ান্ত মনোনয়নের সময় যেন আব্দুল বারী ড্যানীকেই দেওয়া হয়।
গণমিছিলে অংশ নেন বারহাট্টা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর নয়ন, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, বারহাট্টা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা উলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহাবুব রহমান চন্দন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক রঞ্জু, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব তানভীর হাসান মুন্নাসহ কয়েক স্থানীয় সাধারণ জনতা।

নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানীকে চুড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল করেছেন তার কর্মী-সমর্থকরা। এ আসনে ডা. মো. আনোয়ারুল হক।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বারহাট্টা সদরে এ গণমিছিল হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী অংশ নেন।
গণমিছিলটি নেত্রকোনা-বারহাট্টা আঞ্চলিক মহাসড়কের বারহাট্টার ফায়ার সার্ভিস মোড় এলাকা থেকে যাত্রা শুরু করে। পরে বারহাট্টা-মোহনগঞ্জগামী সড়কের প্রায় এক-দেড় কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ এবং বারহাট্টা বাজারের অতিক্রম করে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল বলেন, তারেক রহমান দূরদর্শী নেতা। তিনি আমাদের হতাশ করবেন না। এ টি এম আব্দুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্রনেতা। ৪০ বছর ধরে ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তিলতিল করে গড়ে উঠেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসনে পড়াশোনা করেও তিনি চাকরির পেছনে দৌড়াননি। সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে রাজনীতি করেছেন। জীবনে কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।
প্রদীপ কুমার আরও বলেন, ড্যানী নেত্রকোনা জেলার সবচেয়ে ক্লিন ইমেজের নেতা। আমরা বারহাট্টাবাসী উনাকে নিয়ে গর্বিত। বারহাট্টা অবহেলিত উপজেলা। যোগ্যতা থাকা সত্ত্বেও বারহাট্টাবাসী বারবার সংসদ নির্বাচন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছে। স্বাধীনতার পর হতে বারহাট্টাবাসী এমপি হিসেবে বারহাট্টার কাউকে পায়নি। এই সংসদীয় আসনটিতে জয়লাভ করতে হলে চুড়ান্ত মনোনয়নে অবশ্যই আব্দুল বারী ড্যানীকে রাখতে হবে। তা না হলে এ আসনে আমাদের ভরাডুবি নিশ্চিত। তারেক রহমান অবশ্যই আমাদের আবেগ অনুভূতির মূল্যায়ন করবেন।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন বলেন, আব্দুল বারী ড্যানী বিএনপির পরীক্ষিত নেতা। তিনি রাজনৈতিক জীবনে চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সবসময় রাজনীতি করেছেন। ২০১৮ সালে ড্যানী ভাইকে মনোনয়ন ঘোষণা করে পরে আবারও পরিবর্তন করা হয়েছিল। এবার ড্যানী ভাইকে চুড়ান্ত মনোনয়ন না দিলে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেবে।
ফরিদউদ্দিন আরও বলেন, সম্ভ্যাব্য প্রাথমিক মনোনয়ন না পেয়েও তিনি আমাদের সহিংসতা করতে নিষেধ করেছেন। আমরা দলের বিরুদ্ধে শ্লোগান দিতে চাই না। আওয়ামী লীগ দ্বিতীয় গোপালগঞ্জ উপাধি দিয়েছিল নেত্রকোনা-২ আসনকে। আব্দুল বারী ড্যানী ছাড়া এই আসনে জয়ী হওয়া কঠিন। তাই আমাদের প্রাণের দাবি, তৃণমূলকে বাঁচাতে চুড়ান্ত মনোনয়নের সময় যেন আব্দুল বারী ড্যানীকেই দেওয়া হয়।
গণমিছিলে অংশ নেন বারহাট্টা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর নয়ন, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, বারহাট্টা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা উলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহাবুব রহমান চন্দন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক রঞ্জু, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব তানভীর হাসান মুন্নাসহ কয়েক স্থানীয় সাধারণ জনতা।

সংবাদ সম্মেলনে এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাইযোদ্ধা ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির
২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্যই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আরও কিছু আনুষ্ঠানিকতার পর আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।
২ দিন আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা মনি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাবার অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে তদন্তে।
২ দিন আগে