নেত্রকোনার ৫ আসনে যাদের নাম ঘোষণা করল বিএনপি

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০০: ৫১
(ওপরে বাঁ থেকে) ব্যারিস্টার কায়সার কামাল, অধ্যাপক ডা. আনোয়ারুল হক, রফিকুল ইসলাম হিলালী, লুৎফুজ্জামান বাবর ও আবু তাহের তালুকদার। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করায় অনেক জেলাতেই দুয়েকটি করে আসন ফাঁকা রেখেছে দলটি। তবে নেত্রকোনার পাঁচ আসনেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বিএনপি ঘোষিত তালিকা অনুযায়ী, নেত্রকোনা -১ (কলমাকান্দা, দূর্গাপুর) আসনে প্রার্থী করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর, বারহাট্টা) আসনে প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক আনোয়ারুল হককে।

এ ছাড়া নেত্রকোনা-৩ (আটপাড়া, কেন্দুয়া) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,ও নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার মনোনয়ন পেয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।

নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে লুৎফুজ্জামান বাবর সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন বাকি চার প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, ডা. আনোয়ারুল হক, মো. রফিকুল ইসলাম হিলালী ও মো. আবু তাহের তালুকদার।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ছোটবেলা থেকেই হাঁস-মুরগি পালন করি, হাঁস প্রতীক চাইব: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্যই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আরও কিছু আনুষ্ঠানিকতার পর আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।

১ দিন আগে

বাবার অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় মেয়ে খুন, বাবা ও চাচা গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা মনি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাবার অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে তদন্তে।

২ দিন আগে

টেস্টে ফেল, এসএসসিতে বসার সুযোগের দাবিতে স্কুলে তালা

অভিযুক্ত শিক্ষার্থী আরিফ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে। তবে ছেলের বিরুদ্ধে স্কুলে তালা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি অবগত নন উল্লেখ করে বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি, তবে আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।’

২ দিন আগে

মাঝারি শৈত্যপ্রবাহ, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে কাঁপছে রাজশাহী

আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীর তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এক দিনের ব্যবধানে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

২ দিন আগে