যশোর পলিটেকনিকে বহিরাগতদের দাপটে অতিষ্ঠ শিক্ষার্থীরা

যশোর প্রতিনিধি

বহিরাগতদের হামলা আর দাপটে ছাত্রাবাস ছাড়তে বাধ্য হচ্ছেন যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত দেড় মাসে ৩০ জন শিক্ষার্থী ছাত্রাবাস ছেড়েছেন। আর মূল্যাবান জিনিসপত্র ছিনতাই, মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ২৫ শিক্ষার্থী। বর্তমানে ছাত্রবাসটিতে যারা রয়েছেন তারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তারা কোনো নিরাপত্তা দিচ্ছে না বরং আন্দোলনমুখী শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, যশোর শহরের শেখহাটি এলাকায় সরকারি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের ভেতরেই ২০০ শয্যার ছাত্রদের সুবিধার জন্য শহীদ অধ্যক্ষ সুলতান উদ্দিন ছাত্রাবাসটি নির্মাণ করা হয়। মাদক আর ছাত্র রাজনীতির গ্রুপিং এবং বহিরাগতদের দাপটের কারণে ছাত্রাবাসটি ২০০৮ সালে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এক যুগ পর গেল বছরের ডিসেম্বর থেকে আবারও ছাত্রাবাসটি চালু করা হয়। বর্তমানে শতাধিক ছাত্র রয়েছে বলে জানিয়েছে ছাত্রাবাস কর্তৃপক্ষ।

ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্রবাসটি পুনরায় চালু হওয়ার পর থেকে বহিরাগতরা দাপট দেখাতে শুরু করে। মাদক সেবন করার নিরাপদ স্থান মনে করে বহিরাগতরা নিয়মিত যাতায়াত করে। আবাসিক শিক্ষার্থীরা বহিরাগতদের নিষেধ করলে তারা শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন করে। অস্ত্র ও ছুরি দেখিয়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন, টাকা ও দামিসব জিনিসপত্র ছিনিয়ে নেয়। বিভিন্ন সময়ে তারা ছাত্রাবাসে এসে মারধর করে ল্যাপটপ, টাকা নিয়ে চলে যায়। না দিলে তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রর্দশন করে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘ছাত্রাবাসে নিরাপত্তা গার্ড ও ক্যাম্পাসে নিরাপত্তা গার্ড না থাকাতে বহিরাগতদের অবাধ চলাচল বেড়েছে। মেকানিক্যাল বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী রিফাত আহমেদ। তিনি নির্যাতনের শিকার হয়ে সম্প্রতি ছাত্রাবাস ছেড়ে দূরে ব্যক্তি মালিকানাধীন ছাত্রাবাসে উঠেছেন।

তিনি বলেন, ‘ছাত্রাবাসে থাকার কোন পরিবেশ নেই। বহিরাগতরা অবাধ চলাচল করে। মাদকদ্রব্য সেবন করে। বিনা কারণে আমাকেও মারধর করেছে। পরে ক্যাম্পাসের বাইরে গেলে আমিসহ আরো দুইজনের কাছে থাকা তিনটা মোবাইল, টাকা ছিনিয়ে নিয়েছে। এই বিষয়ে আমরা থানাতে অভিযোগ করিনি; তার একটার কারণ হলো ভয়ে।’

বহিরাগতদের কাছে নির্যাতিত হয়ে ছাত্রাবাস ছেড়ে গ্রামে চলে গেছেন একই বিভাগের পঞ্চম সেমিষ্টারের শিক্ষার্থী জয় বালা। নিরাপত্তাজনিত কারণে বর্তমানে তিনি গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর রয়েছেন।

এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তার সহপাঠীরা জানিয়েছেন, জয়বালা মেধাবী ছাত্র। বহিরাগতরা তাকে মারধর করেছে। টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। আতঙ্কে সে ছাত্রবাস ছেড়ে গ্রামে চলে গেছে। তার এখন লেখাপড়াও বন্ধ।

এদিকে গত রোববার বহিরাগত ৭-৮ জন এসে লোহার পাইপ, কাঠ আর অস্ত্র নিয়ে ছাত্রাবাসে প্রবেশ করে। এরপর আলামিন নামে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। এরপর ক্যাম্পাসের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সভাপতি সম্পাদকসহ শিক্ষার্থীরা আলামিনকে উদ্ধার করতে যায়। বহিরাগতরা উদ্ধার করতে যাওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ৭ জন আহত হয়। বিষয়টি অধ্যক্ষকে জানালেও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠে। উল্টো প্রতিবাদ করা শিক্ষার্থীদেও দ্রুত ছাত্রাবাস ছাড়ার নির্দেশনা দেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ছাত্রাবাসের বাসিন্দা ও বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের যশোর শাখার সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ বলেন, ‘ক্যাম্পাসে কোনো পরিবেশ নেই। বহিরাগতরা ইচ্ছা মাফিক প্রবেশ করছে। ছাত্রাবাসে কোনো গার্ড নাই। প্রথম থেকে যদি ক্যাম্পাসে নিরাপত্তা ভালো করতো তাহলে এত বড় সমস্যায় রূপ নিতো না। বিভিন্ন সময়ে লিখিত মৌখিতভাবে জানিয়েছি কলেজ প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। তারা বলে কোনো অঘটন ঘটলে কলেজ প্রশাসন দেখবে। অধ্যক্ষ নিরাপত্তা না দিয়ে ছাত্রাবাস ছাড়ার নির্দেশনা দেন।’

এই বিষয়ে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি এম আজিজুর রহমান বলেন, ‘বহিরাগতরা ছাত্রাবাসের শিক্ষার্থীদের বন্ধুরা। ওরাই ডেকে নিয়ে আসে। তার পরেও দু’একজন বহিরাগতরা আসলে পুলিশকে জানালে চলে যায়। ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা আছে বলে দাবি করেন তিনি। ক্যাম্পাসে মসজিদ ও খেলার মাঠ থাকাতে বহিরাগত যাওয়া আসা বন্ধ করা যায় না বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্যাতিত হয়ে চলে যাচ্ছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ওই এলাকাতে মাঝে মধ্যে ছুরিকাঘাত ছিনতাইয়ের ঘটনা শুনতে পায় আমরা। মাদক বেচাকেনা, মাদকের টাকার জন্য ছিনতাইয়ের ঘটনাও ঘটে। তবে লিখিত অভিযোগ পাওয়া যায় না। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

১ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

১ দিন আগে

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

১ দিন আগে

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে