যশোর বিএনপির ৩৫ নেতাকে শোকজ

যশোর প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই অভিযোগে জেলার অন্তত ৩৫ নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের ৪ নেতাকে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

বৃহস্পতিবার তিনি জানান, দলীয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আগেই ঝিকরগাছা উপজেলা কমিটির নেতাদের নির্দেশ দিয়েছিলো জেলা কমিটি। কিন্তু কিছু কাজে ব্যর্থ হওয়ায় পুরো কমিটির কার্যক্রমকেই স্থগিত করা হয়েছে।

সৈয়দ সাবেরুল হক আরও জানিয়েছেন, একই অভিযোগে যশোরের বিভিন্ন উপজেলার ৩৫ জন নেতাকে সতর্ক করা হয়েছে।

খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নেতা যে পদমর্যাদারই হোক, তিনি দলীয় শৃঙ্খলার উর্ধ্বে নন। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা রক্ষা করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের হুমকি, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে যশোরে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা জাতীয়তাবাদী ছাত্রদলের সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের সদস্যসচিব নুর ইসলাম, মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ও মণিরামপুর পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহান। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কারের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, দেশের ক্রান্তিলগ্নে বিএনপি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা কোন রকম সহিংসতা চাই না। ১৭ বছর আওয়ামী লীগ আমাদের উপর যে নির্যাতন চালিয়েছে আমরাও সেই একই অপরাধ করতে চাই না। দলের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সহনশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যশোরে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের ৩ শ্রমিক নিহত

জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত ৬ জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত ও আহত শ্রমিকদের বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

১১ ঘণ্টা আগে

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আহত যুবক হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে। ঘটনার পর সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে।

১২ ঘণ্টা আগে

'গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য'

গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

১৩ ঘণ্টা আগে

অস্ত্রোপচারের পরও গুলি রয়ে গেছে শিশু হুজাইফার মস্তিষ্কে

হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে বলেন, ‘ভোর চারটা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়েছে। তবে গুলিটি বের করা হয়নি। সেটি মস্তিষ্কে; বের করা হলে ঝুঁকি আছে। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।’

১৪ ঘণ্টা আগে