নতুন শহীদ মিনার পেয়ে খুশি ওরা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের ব্যতিক্রমি জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে এবার নির্মিত হলো দৃষ্টিনন্দন শহীদ মিনার। আমেরিকা প্রবাসী রাসেল আবেদিনের অর্থায়নে নির্মিত এই নতুন শহীদ মিনার পেয়ে খুশি শিক্ষার্থীরা। আর কর্তৃপক্ষ বলছে, এই শহীদ মিনারের মাধ্যমে শিক্ষার্থীদের মনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করবে।

সরেজমিনে জানান যায়, নৈতিকতা, পড়াশোনা, শিক্ষাদান, উপস্থিতিসহ বিভিন্ন দিক দিয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে প্রতিবেদন প্রচারিত হয় বিভিন্ন গণমাধ্যমে। বাড়ি গিয়ে নয়, আনন্দ আয়োজনে পড়ালেখা এবং শিশুবান্ধব প্রাকৃতিক ও স্বপ্নিল পরিবেশে গড়ে ওঠা প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়টি নিয়ে তৈরি করা প্রতিবেদনটি আমেরিকা প্রবাসী রাসেল আবেদিনের নজরে আসে।

তিনি এক আত্মীয়ের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নম্বার সংগ্রহ করে জানতে চান বিদ্যালয়ের জন্য কী কী প্রয়োজন। প্রধান শিক্ষক শহীদ মিনারের কথা জানালে তিনি তার মায়ের নামে একটি শহীদ মিনার নির্মাণ করে দেন।

নবনির্মিত এই শহীদ মিনারের উদ্বোধন করেন বাগেরহাটের সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বাগেরহাট ইব্রাহিম খলিল মুহিত। এ সময় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা।

এই উদ্বোধনী অনুষ্ঠানে আসেন অর্থদাতা রাসেলের ছোট বোন পুতুল আক্তার। তিনি বলেন, তার ভাই প্রতিবেদনটি দেখে খুবই মুগ্ধ হন। পরে তার মায়ের নামে এই শহীদ মিনারটি করে দেন। ভাইয়ের এমন কাজে তারাও খুশি জানান পুতুল আক্তর।

বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা আক্তার জানায়, অন্যান্য বছরগুলোতে পুরাতন ভাঙ্গাচোরা একটি শহীদ মিনারে ফুল দিত। এবছর শহীদ দিবসের আগে এমন সুন্দর একটি শহীদ মিনার পেয়ে খুশি তারা।

আমেরিকা প্রবাসী রাসেল আবেদিনকে ধন্যবাদ দিয়ে শিক্ষার্থী মীম আক্তার জানায়, এই বিদ্যালয়ে সবকিছুই ভালো। শুধু একটি শহীদ মিনার ছিল না। এটি পেয়ে তারা অনেক খুশি। এবার মন ভরে শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে তারা।

বিদ্যালয়ের জন্য একটি শহীদ মিনার নির্মাণ করে দেয়ায় প্রবাসী রাসেলকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক মনিরুজ্জামান। তিনি বলেন, এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক খুশি হয়েছে এবং তারাও আন্তরিকতা দিয়ে কাজ করার উৎসাহ পেয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাসেল মোল্লা বলেন, শিক্ষার্থীদের মনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করবে নবনির্মিত এই শহীদ মিনারটি। শিক্ষার পরিবেশের উন্নয়নে সকলে এভাবে এগিয়ে আসলে, শিক্ষার মান উন্নয়ন হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মিয়ানমারে গোলাগুলি, টেকনাফ সীমান্তে শিশু আহত

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ৬৪ বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। সেইসঙ্গে টহল জোরদার করা হয়েছে।

১ দিন আগে

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

জানা গেছে, শনিবার রাতে শাহানগর দিঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামাল মারা যান। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফের জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছেন।

২ দিন আগে

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

২ দিন আগে