সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১২: ২৯
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ছবি: সংগৃহীত

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন তিনি। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন চান্দনা চৌরাস্তা এলাকাতেই।

স্থানীয়রা জানিয়েছেন, আসাদুজ্জামান তুহিন রাত সোয়া ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। পাশেই একটি ভবনের দোতলায় তার অফিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দোকানে বসে থাকা অবস্থাতেই আচমকা কয়েকজন দুর্বৃত্ত তুহিনকে ঘিরে ধরে। এ সময় তুহিন দৌড়ে দোকানে ঢুকে পড়লে তিনজন অস্ত্রধারী দোকানের ভেতরে ঢুকে তাকে টেনে বাইরে নিয়ে আসে। এরপর সবার সামনেই তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। তৎক্ষণাৎ মৃত্যু হয় তুহিনের।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সংশোধনী: অন্য একটি সূত্র থেকে পাওয়া তথ্যের বরাতে প্রতিবেদনটির প্রথম সংস্করণে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজি নিয়ে লাইভ সংবাদ পরিবেশ করার কয়েক ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছিল। অধিকতর যাচাইয়ে সে তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ কারণে তথ্যটি প্রত্যাহার করে প্রতিবেদনটি সংশোধন করা হলো।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০ ঘণ্টা আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

২১ ঘণ্টা আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

৩ দিন ভাসছিলেন সাগরে, ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’

১ দিন আগে