সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১২: ২৯
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ছবি: সংগৃহীত

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন তিনি। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন চান্দনা চৌরাস্তা এলাকাতেই।

স্থানীয়রা জানিয়েছেন, আসাদুজ্জামান তুহিন রাত সোয়া ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। পাশেই একটি ভবনের দোতলায় তার অফিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দোকানে বসে থাকা অবস্থাতেই আচমকা কয়েকজন দুর্বৃত্ত তুহিনকে ঘিরে ধরে। এ সময় তুহিন দৌড়ে দোকানে ঢুকে পড়লে তিনজন অস্ত্রধারী দোকানের ভেতরে ঢুকে তাকে টেনে বাইরে নিয়ে আসে। এরপর সবার সামনেই তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। তৎক্ষণাৎ মৃত্যু হয় তুহিনের।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সংশোধনী: অন্য একটি সূত্র থেকে পাওয়া তথ্যের বরাতে প্রতিবেদনটির প্রথম সংস্করণে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজি নিয়ে লাইভ সংবাদ পরিবেশ করার কয়েক ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছিল। অধিকতর যাচাইয়ে সে তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ কারণে তথ্যটি প্রত্যাহার করে প্রতিবেদনটি সংশোধন করা হলো।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

১২ ঘণ্টা আগে

নেত্রকোণায় সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

১৪ ঘণ্টা আগে

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

১৪ ঘণ্টা আগে

একাত্তরের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করতে চায়: প্রিন্স

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল, তারা নিজেদের পরাজয় মেনে নিতে পারেনি। আজও তারা বাংলাদেশপন্থি হতে পারেনি। স্বাধীনতার বিরোধিতাকারীদের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয়।’

১ দিন আগে