বিএনপি প্রার্থী ফজলুর রহমানকে চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থী সিগমার

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-৪ আসনে নির্বাচনি প্রচারে স্বতন্ত্র প্রার্থী সিগমা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে ‘চ্যালেঞ্জ’ করে মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা।

সমাজকর্মী ও গবেষক সিগমা এ জেলার একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী। নির্বাচিত হয়ে কিশোরগঞ্জে হাওরের উন্নয়নে অবদান রাখতে চান তিনি। চ্যালেঞ্জ জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যোগ্যতা দিয়ে কাজের মাধ্যমেই প্রমাণ হবে কে হেভিওয়েট।’

ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের মানুষের কাছে এরই মধ্যে পরিচিতমুখ হয়ে উঠেছেন সিগমা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে জনসংযোগ করেন তিনি।

জনসংযোগে হাওর এলাকায় ৫০ শয্যার হাসপাতাল ও পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন সিগমা। তার নির্বাচনি প্রচারের স্লোগান ‘মার্কা নয়, যোগ্যতাই প্রার্থীর পরিচয়’ এখন এলাকা জুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

সিগমা বলেন, ‘এ এলাকার সঙ্গে আমার শেকড় ও দায়বদ্ধতা রয়েছে। হাওরের স্বাস্থ্যসেবা আর যোগাযোগব্যবস্থা বদলানোই আমার প্রধান লক্ষ্য।’

নির্বাচনে বিজয়ী হলে হাওরের কৃষকদের জন্য বিনামূল্যে সেচ সুবিধা নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দেন সিগমা। বলেন, ‘কথা বলে ভাইরাল হওয়া যায়, কিন্তু আসল পরিচয় আসে কাজে। কে হেভিওয়েট আর কে নয়— তা প্রমাণই বলবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘দুর্ঘটনার পর দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

৮ ঘণ্টা আগে

৫৪ বছর ছিল দুঃশাসন-নিষ্পেষণে ভরপুর: মিয়া গোলাম পরওয়ার

দেশের মানুষ ঘুষ-দুর্নীতি-দুঃশাসনের অবসান ও শাসনব্যবস্থার পরিবর্তন চায় উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, পরিবর্তিত বাংলাদেশের জনগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও স্থিতিশীলতা চান। জামায়াতে ইসলামীও ঠিক তেমনি একটি কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে চায়, যেখানে দুর্নীতি-দুঃশাসন বন্ধ হ

২১ ঘণ্টা আগে

বাউফলে মনোনয়নবঞ্চিত নেতাদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান বিএনপি প্রার্থীর

পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর স্থানীয় সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনি প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার।

১ দিন আগে

আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, শহীদ পিন্টু হত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগ অবরোধ করেছি। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা চাই দ্রুত আইজিপিকে তার পদ থেকে অপসারণ করতে হবে। এরপর তার বিষয়ে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

১ দিন আগে