
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ডের জেটিতে তাদেরকে হস্তান্তর করা হয়। এর আগে সকাল সোয়া ৯টায় তাদের বহনকারী জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছায়।
প্রায় একমাস পর বন্দিদশা থেকে স্বজনদের কাছে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন নাবিক ও স্বজনরা।
কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক জানান, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশি ফিশিংবোট এফভি কৌশিক প্রাকৃতিক দুর্যোগে পড়ে ডুবে যায়। বোটটির ১২ জন জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের ভারতে নিয়ে যায়। গত ৯ ডিসেম্বর এফভি লাইলা-২ ও এফভি মেঘনা-৫ নামে দুটি জাহাজ ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। তাদের অভিযোগ ছিল ভারতীয় জলসীমায় মাছ ধরছিল জাহাজ দুটি।
সেখানে ৭৮ জন নাবিক ও জেলে ছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেরাতে উদ্যোগ নেয়। দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। বন্দি বিনিময়ের দায়িত্বটি বাংলাদেশ কোস্টগার্ডকে দেওয়া হয়।
সে প্রেক্ষাপটে গত ৫ জানুযারি বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ও ৬টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডে হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং দুটি ফিশিংবোট কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। ইতোমধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মেঘনা-৫ এর প্রধান প্রকৌশলী শরিফুল আলম বলেন, পরিবারের কাছে ফিরতে ফেরে আনন্দ লাগছে। বন্দি থাকা অবস্থায় কখন ফিরতে পারবো তা নিয়ে দুশ্চিন্তা ছিল। অন্য কোনও সমস্যা হয়নি।

ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ডের জেটিতে তাদেরকে হস্তান্তর করা হয়। এর আগে সকাল সোয়া ৯টায় তাদের বহনকারী জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছায়।
প্রায় একমাস পর বন্দিদশা থেকে স্বজনদের কাছে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন নাবিক ও স্বজনরা।
কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক জানান, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশি ফিশিংবোট এফভি কৌশিক প্রাকৃতিক দুর্যোগে পড়ে ডুবে যায়। বোটটির ১২ জন জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের ভারতে নিয়ে যায়। গত ৯ ডিসেম্বর এফভি লাইলা-২ ও এফভি মেঘনা-৫ নামে দুটি জাহাজ ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। তাদের অভিযোগ ছিল ভারতীয় জলসীমায় মাছ ধরছিল জাহাজ দুটি।
সেখানে ৭৮ জন নাবিক ও জেলে ছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেরাতে উদ্যোগ নেয়। দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। বন্দি বিনিময়ের দায়িত্বটি বাংলাদেশ কোস্টগার্ডকে দেওয়া হয়।
সে প্রেক্ষাপটে গত ৫ জানুযারি বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ও ৬টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডে হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং দুটি ফিশিংবোট কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। ইতোমধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মেঘনা-৫ এর প্রধান প্রকৌশলী শরিফুল আলম বলেন, পরিবারের কাছে ফিরতে ফেরে আনন্দ লাগছে। বন্দি থাকা অবস্থায় কখন ফিরতে পারবো তা নিয়ে দুশ্চিন্তা ছিল। অন্য কোনও সমস্যা হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ দিন আগেবাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত
১ দিন আগে
রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
১ দিন আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।
১ দিন আগে