চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ চালকরা দলবেঁধে অভিযানে বাধা দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রিকশাচালকদের হামলায় এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকায় অটোরিকশা বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পরে রাতে নগরীর খুলশী থানার রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একটি বক্স ভাঙচুর করেন বিক্ষুব্ধ চালকরা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, বুধবার বিকেলে খুলশী থানা ও ট্রাফিক পুলিশের যৌথ টিম নগরীর জালালাবাদ এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। জালালাবাদ থেকে ওয়্যারলেস মোড় হয়ে আমবাগান এলাকায় যাওয়ার পর সেখানে চালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে বাধা দেয়। চালকদের আরেকটি দল রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।
ওসি আফতাব বলেন, ট্রাফিক বক্সে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক উত্তর বিভাগের এক কনস্টেবল আহত হয়েছেন।
এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে সিএমপি। তবে সে নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। এর মধ্যে গত ১৮ এপ্রিল নগরীর কাপাসগোলা এলাকায় বৃষ্টির মধ্যে খালে অটোরিকশা পড়ে এক শিশুর মৃত্যু হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিরুদ্ধে সরব হন।
ওই সময় নগরীতে অটোরিকশার ব্যাটারি চার্জ করার পয়েন্ট ও সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা উচ্ছেদে ব্যাপক অভিযান চালানো হয়। এর প্রতিবাদে অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওই ঘটনার পর নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য কিছুটা কমে আসে। তবে সম্প্রতি আবারও সড়কে অবৈধ এ যানবাহন চলাচল বেড়ে গেছে। এ অবস্থায় গত ১১ আগস্ট চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) গণবিজ্ঞপ্তি জারি করে নগরবাসীকে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।
চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ চালকরা দলবেঁধে অভিযানে বাধা দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রিকশাচালকদের হামলায় এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকায় অটোরিকশা বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পরে রাতে নগরীর খুলশী থানার রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একটি বক্স ভাঙচুর করেন বিক্ষুব্ধ চালকরা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, বুধবার বিকেলে খুলশী থানা ও ট্রাফিক পুলিশের যৌথ টিম নগরীর জালালাবাদ এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। জালালাবাদ থেকে ওয়্যারলেস মোড় হয়ে আমবাগান এলাকায় যাওয়ার পর সেখানে চালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে বাধা দেয়। চালকদের আরেকটি দল রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।
ওসি আফতাব বলেন, ট্রাফিক বক্সে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক উত্তর বিভাগের এক কনস্টেবল আহত হয়েছেন।
এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে সিএমপি। তবে সে নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। এর মধ্যে গত ১৮ এপ্রিল নগরীর কাপাসগোলা এলাকায় বৃষ্টির মধ্যে খালে অটোরিকশা পড়ে এক শিশুর মৃত্যু হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিরুদ্ধে সরব হন।
ওই সময় নগরীতে অটোরিকশার ব্যাটারি চার্জ করার পয়েন্ট ও সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা উচ্ছেদে ব্যাপক অভিযান চালানো হয়। এর প্রতিবাদে অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওই ঘটনার পর নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য কিছুটা কমে আসে। তবে সম্প্রতি আবারও সড়কে অবৈধ এ যানবাহন চলাচল বেড়ে গেছে। এ অবস্থায় গত ১১ আগস্ট চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) গণবিজ্ঞপ্তি জারি করে নগরবাসীকে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৭ ঘণ্টা আগেপ্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি
১৮ ঘণ্টা আগেএনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
১৯ ঘণ্টা আগেলেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’
২০ ঘণ্টা আগে