চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ চালকরা দলবেঁধে অভিযানে বাধা দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রিকশাচালকদের হামলায় এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকায় অটোরিকশা বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পরে রাতে নগরীর খুলশী থানার রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একটি বক্স ভাঙচুর করেন বিক্ষুব্ধ চালকরা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, বুধবার বিকেলে খুলশী থানা ও ট্রাফিক পুলিশের যৌথ টিম নগরীর জালালাবাদ এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। জালালাবাদ থেকে ওয়্যারলেস মোড় হয়ে আমবাগান এলাকায় যাওয়ার পর সেখানে চালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে বাধা দেয়। চালকদের আরেকটি দল রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।
ওসি আফতাব বলেন, ট্রাফিক বক্সে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক উত্তর বিভাগের এক কনস্টেবল আহত হয়েছেন।
এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে সিএমপি। তবে সে নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। এর মধ্যে গত ১৮ এপ্রিল নগরীর কাপাসগোলা এলাকায় বৃষ্টির মধ্যে খালে অটোরিকশা পড়ে এক শিশুর মৃত্যু হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিরুদ্ধে সরব হন।
ওই সময় নগরীতে অটোরিকশার ব্যাটারি চার্জ করার পয়েন্ট ও সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা উচ্ছেদে ব্যাপক অভিযান চালানো হয়। এর প্রতিবাদে অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওই ঘটনার পর নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য কিছুটা কমে আসে। তবে সম্প্রতি আবারও সড়কে অবৈধ এ যানবাহন চলাচল বেড়ে গেছে। এ অবস্থায় গত ১১ আগস্ট চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) গণবিজ্ঞপ্তি জারি করে নগরবাসীকে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।
চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ চালকরা দলবেঁধে অভিযানে বাধা দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রিকশাচালকদের হামলায় এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর জালালাবাদ এলাকায় অটোরিকশা বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পরে রাতে নগরীর খুলশী থানার রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একটি বক্স ভাঙচুর করেন বিক্ষুব্ধ চালকরা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, বুধবার বিকেলে খুলশী থানা ও ট্রাফিক পুলিশের যৌথ টিম নগরীর জালালাবাদ এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। জালালাবাদ থেকে ওয়্যারলেস মোড় হয়ে আমবাগান এলাকায় যাওয়ার পর সেখানে চালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে বাধা দেয়। চালকদের আরেকটি দল রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।
ওসি আফতাব বলেন, ট্রাফিক বক্সে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক উত্তর বিভাগের এক কনস্টেবল আহত হয়েছেন।
এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে সিএমপি। তবে সে নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের জোরালো কোনো পদক্ষেপ নেয়নি। এর মধ্যে গত ১৮ এপ্রিল নগরীর কাপাসগোলা এলাকায় বৃষ্টির মধ্যে খালে অটোরিকশা পড়ে এক শিশুর মৃত্যু হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিরুদ্ধে সরব হন।
ওই সময় নগরীতে অটোরিকশার ব্যাটারি চার্জ করার পয়েন্ট ও সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা উচ্ছেদে ব্যাপক অভিযান চালানো হয়। এর প্রতিবাদে অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওই ঘটনার পর নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য কিছুটা কমে আসে। তবে সম্প্রতি আবারও সড়কে অবৈধ এ যানবাহন চলাচল বেড়ে গেছে। এ অবস্থায় গত ১১ আগস্ট চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) গণবিজ্ঞপ্তি জারি করে নগরবাসীকে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হত্যার ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে। জমির মালিকানা সংক্রান্ত ঘটনার জেরে একই গ্রামের নজরুল ইসলামসহ (৩০) কয়েকজন মিলে অটোরিকশাচালক খোকন মিয়াকে (৫০) পিটিয়ে হত্যার করে। নিহত খোকন মিয়া অভিযুক্ত নজরুলের চাচাত ভাই। হত্যার ঘটনায় নজর
১ দিন আগেগ্রেপ্তার আলমগীর হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মলমল ভাটিপাড়া গ্রামের মমতাজ উদ্দিন বেপারী মোন্তার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।
১ দিন আগেনেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে নি
১ দিন আগে