মুরাদনগরে এবার মা-ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৩: ২৬

এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র অবস্থার ভিডিওধারণের ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে এবার এক মা ও তার দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাদের পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া পিটুনিতে একজন আহত হয়েছেন।

বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কড়ইবাড়ী গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫) এবং তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে। এ সময় মারধরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

ওসি মাহফুজুর রহমান আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানিয়েছে, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গত বৃহস্পতিবার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিবস্ত্র অবস্থায় ওই নারীর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরে আহত হওয়ায় তাকে হাসপাতালে জেল পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় ভিডিও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

নেতাকর্মীরা জানান, বুধবার ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এখানে ত্যাগী নেতাদের জায়গা হয়নি। টাকার বিনিময়ে পকেট কমিটি হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল দাবি করেন তারা। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রত্যাহার করা না হলে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।

১০ ঘণ্টা আগে

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ

বৈঠকে উপস্থিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের স্কুলগুলোতে ভার্চুয়াল পড়াশোনা চালুর ক্ষেত্রে তিন ধরনের চ্যালেঞ্জ রয়েছে— দুর্গম এলাকায় বিদ্যুতের ঘাটতি, ইন্টারনেট সংযোগের অভাব এবং এ ধরনের কার্যক্রম পরিচালনার স্থানীয় দক্ষ শিক্ষকের অভাব।

১৯ ঘণ্টা আগে

২ বছর ধরে মা-মেয়ের সরকারি চাল মেরে খেয়েছেন ওয়ার্ড আ.লীগ সভাপতি

স্থানীয়রা জানান, মেম্বার লিয়াকত আলী সামটা গ্রামের গোলাম হোসেন গোপালের স্ত্রী সাজেদা খাতুন ও তার মেয়ে সাবিকুন নাহারের নামে গত দুই বছর আগে ভিজিডি কার্ড করে নিজের কাছে রেখে দেন। ওই কার্ড দেখিয়ে লিয়াকত প্রতিমাসে ৬০ বস্তা চাল আত্মসাৎ করে আসছিলেন, যা কারও জানা ছিল না। গত ছয় মাস ধরে এ চাল বিতরণ বন্ধ রয়েছে।

২০ ঘণ্টা আগে

বেনাপোলের মাদরাসাছাত্র তামিম নিখোঁজ, সন্ধান মেলেনি ২ সপ্তাহেও

আব্দুর রহমান জানান, গত ১৯ জুন রাত ৮টার দিকে মাদরাসা থেকে বের হয়ে আর ফেরেনি তামিম। এ নিয়ে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

১ দিন আগে