এনসিপি নেতার বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে কটূক্তি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠেছে কক্সবাজারের রাজনীতি। জেলাজুড়ে চলছে বিক্ষোভ। চকরিয়ায় ভাঙচুর করা হয় এনসিপির পথসভার মঞ্চ।

শনিবার (১৯ জুলাই) বিকেলে তার বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষোভ করছেন বিএনপি নেতা-কর্মীরা। কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, ফাঁসিয়াখালী ও হারবাং এলাকায় রাস্তায় নেমে এসেছে বিএনপির শত শত নেতা-কর্মী।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘কক্সবাজার জেলার মানুষের আবেগের নাম সালাহউদ্দিন আহমদ। আর সেই আবেগকে কটুক্তি করে চকরিয়ার উপর দিয়ে যাওয়ার সাহস কী করে হয় নাসির পাটোয়ারীর। প্রকাশ্যে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার জবাব রাজপথেই দেওয়া হবে।’

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল একটি সুত্র জানায়, ‘চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের খবর শুনে ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পের সামনে অবস্থান নিয়েছেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।’

তাদের আসার খবরে চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের গডফাদার হিসেবে অভিহিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের মতো কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে আসার পর থেকে কক্সবাজারের মাটিতে ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে ও চাঁদাবাজি করছে। তিনি আবার সংস্কারও বুঝতে চান না। শুধুই নির্বাচন বুঝেন। তাদেরকে জনগণ মাঠেই প্রতিহত করবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

১ দিন আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।

২ দিন আগে