প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে কটূক্তি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠেছে কক্সবাজারের রাজনীতি। জেলাজুড়ে চলছে বিক্ষোভ। চকরিয়ায় ভাঙচুর করা হয় এনসিপির পথসভার মঞ্চ।
শনিবার (১৯ জুলাই) বিকেলে তার বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষোভ করছেন বিএনপি নেতা-কর্মীরা। কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, ফাঁসিয়াখালী ও হারবাং এলাকায় রাস্তায় নেমে এসেছে বিএনপির শত শত নেতা-কর্মী।
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘কক্সবাজার জেলার মানুষের আবেগের নাম সালাহউদ্দিন আহমদ। আর সেই আবেগকে কটুক্তি করে চকরিয়ার উপর দিয়ে যাওয়ার সাহস কী করে হয় নাসির পাটোয়ারীর। প্রকাশ্যে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার জবাব রাজপথেই দেওয়া হবে।’
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল একটি সুত্র জানায়, ‘চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের খবর শুনে ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পের সামনে অবস্থান নিয়েছেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।’
তাদের আসার খবরে চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের গডফাদার হিসেবে অভিহিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের মতো কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে আসার পর থেকে কক্সবাজারের মাটিতে ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে ও চাঁদাবাজি করছে। তিনি আবার সংস্কারও বুঝতে চান না। শুধুই নির্বাচন বুঝেন। তাদেরকে জনগণ মাঠেই প্রতিহত করবে।’
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে কটূক্তি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠেছে কক্সবাজারের রাজনীতি। জেলাজুড়ে চলছে বিক্ষোভ। চকরিয়ায় ভাঙচুর করা হয় এনসিপির পথসভার মঞ্চ।
শনিবার (১৯ জুলাই) বিকেলে তার বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষোভ করছেন বিএনপি নেতা-কর্মীরা। কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, ফাঁসিয়াখালী ও হারবাং এলাকায় রাস্তায় নেমে এসেছে বিএনপির শত শত নেতা-কর্মী।
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘কক্সবাজার জেলার মানুষের আবেগের নাম সালাহউদ্দিন আহমদ। আর সেই আবেগকে কটুক্তি করে চকরিয়ার উপর দিয়ে যাওয়ার সাহস কী করে হয় নাসির পাটোয়ারীর। প্রকাশ্যে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার জবাব রাজপথেই দেওয়া হবে।’
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল একটি সুত্র জানায়, ‘চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের খবর শুনে ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পের সামনে অবস্থান নিয়েছেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।’
তাদের আসার খবরে চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের গডফাদার হিসেবে অভিহিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের মতো কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে আসার পর থেকে কক্সবাজারের মাটিতে ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে ও চাঁদাবাজি করছে। তিনি আবার সংস্কারও বুঝতে চান না। শুধুই নির্বাচন বুঝেন। তাদেরকে জনগণ মাঠেই প্রতিহত করবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে ছিল বিখ্যাত গডফাদার শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে।’
১৮ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম বদলানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্ট দার্শনিক, মানবাধিকার কর্মী, পরিবেশবাদী ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রসঙ্গে একমত হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা আহ্বান জানাব— জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সব রাজনৈতিক দল যেন সংস্কারে পক্ষে ঐকমত্য পোষণ করি। এই সংস্কার কোনো দলের বিপক্ষে নয়, এই সংস্কার বাংলাদেশের পক্ষে।
১৯ ঘণ্টা আগেরাজশাহীতে পুকুরে ডুবে শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে নগরের হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২১ ঘণ্টা আগে