৮ কুকুর ছানা হত্যা, অভিযুক্ত নিশি রহমান গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০: ৪৪
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নিশি রহমান ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার জানান, মামলার পর রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর সদরে রহিমপুর গার্লস স্কুলের পাশে জনৈক বিদ্যুতের বাসার চার তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছে। যে কারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার মহোদয় ফোন করেছিলেন।

তিনি বলেছেন, এ ঘটনা অমানবিক। এ ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই প্রাণী হত্যায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কুকুর ছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়ায় তারা বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।

নয়নের স্ত্রী নিশি রহমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, বাচ্চাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে থাকতো এবং খুব ডিস্টার্ব করত। তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি সজিনার গাছের গোড়ায় রেখে আসি। কীভাবে পুকুরে পড়ে মারা গেছে তা জানি না। আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি।

প্রসঙ্গত, ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী আটটি জীবন্ত কুকুর ছানাকে বস্তায় ভরে রোববার রাতের কোনো এক সময় উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। একদিন পর সোমবার সকালে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ছানাগুলো দেখে মা কুকুরটি প্রচণ্ড আর্তনাদ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা কুকুরটিকে চিকিৎসা প্রদান করেন। মঙ্গলবার সারাদিন ছানাগুলোর খোঁজে মা কুকুরটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ পুরো উপজেলা চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কক্সবাজারে ভূমিকম্প, উৎস মিয়ানমারে

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৬.৮ কিলোমিটার গভীরে।

১ দিন আগে

প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দেওয়া প্রশ্নপত্র কিন্ডারগার্টেনে বিক্রির অভিযোগ

তাঁদের কয়েকজন নিজেদের নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, আগে নিজেরাই প্রশ্নপত্র প্রণয়ন করে নিজ নিজ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষা নিতেন। কিন্তু এবার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একজন কর্মকর্তা (নাম প্রকাশ করেননি) শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র কেনার নির্দেশ দেন। যেসব কিন্ডারগার্টেন প্

২ দিন আগে

বীর প্রতীক তারামন বিবির প্রয়াণের ৭ বছর

মুহিব হাবিলদার নামে স্থানীয় এক মুক্তিযোদ্ধা তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেন। তিনি প্রথমে তার মাকে বুঝিয়ে তাকে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্নাবান্নার কাজে নিয়ে আসেন। রান্নাবান্না, ধোয়ামোছা, মাঝেমাঝে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সাফ এবং পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করতেন তারাবানু।

২ দিন আগে

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা, তালাবদ্ধ করার হুমকি

এর আগে গত শনিবার রাতে এনসিপি রাজশাহী জেলা ইউনিটের ১০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সম্প্রতি বিলুপ্ত হওয়া সমন্বয় কমিটির যুগ্ম–সমন্বয়ক সাইফুল ইসলামকে করা হয়েছে নতুন কমিটির আহ্বায়ক। অভিযোগ উঠেছে, নতুন আহ্বায়ক সাইফুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। শুধু তা

২ দিন আগে