জুলাই আন্দোলনে শহীদকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১১: ৪০
মরদেহ। প্রতীকী ছবি

জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকের ৬নং রোডের ভাড়া বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শহীদ জসিমের চাচাতো ভাই কালাম হাওলাদার।

এ বিষয়ে ‎নিহতের মামা বলেন, ‘আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ করে আমার গ্রামের বাড়ি থেকে ফোন করে বলে আমার ভাগ্নি মারা গেছে। আমি দৌড়ে হাসপাতালে এসে দেখি আমার ভাগ্নি মরদেহ হাসপাতালে পড়ে আছে। জুলাই-আগস্ট আন্দোলনে আমার বোন স্বামীহারা হলো। এখন মেয়েকে হারিয়েছে। আমার ভাগ্নির ধর্ষকরা জামিনে এসে গেছে। এখন আমার ভাগ্নি চলে গেছে। আমরা কার কাছে বিচার চাইবো। কে বিচার করবে আমাদের।’

গত ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে লামিয়া নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা জামিন পেয়েছে। এছাড়া যারা চিহ্নিত অপরাধী তারাও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে কিছু দিন ধরেই হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী কিশোরী। ধর্ষণ মামলায় গ্রেপ্তারদের জামিন পাওয়ার ঘটনায় মর্মাহত হয়েই লামিয়া আত্মহত্যা করেছে বলে ধারণা তাদের।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নাছির চৌধুরীর বিকল্প কি জাবেদ চৌধুরী?

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাছির ও জাবেদ চৌধুরীর সম্পর্কের এই পারস্পরিক শ্রদ্ধা ও নেতৃত্বের ঐক্য দিরাই-শাল্লার বিএনপিকে আগামী নির্বাচনে আরও শক্ত ভিত্তি দিতে পারে।

১ দিন আগে

পাবনায় ট্রাকচাপায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩

মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনের প্রাণহানি ঘটেছে।

১ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেল

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, টিউবারকিউলোসিস বা টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ জিরাফটি চিকিৎসাধীন অবস্থায় গত ২০ অক্টোবর বিকেলে মারা যায়। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

১ দিন আগে

ভোলায় পৌরসভার ৩ গাড়িতে আগুন দিলেন ব্যবসায়ীরা

পৌরসভার উচ্ছেদ অভিযানের কর্মী (আনাসার-ভিডিপি) আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরে পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘবদ্ধ ওই চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে যেতে দেয়নি।

২ দিন আগে