নিজ ঘরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ, পরিবারের সন্দেহ হত্যা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২১: ২৩
ছাত্রদল নেতা সারোয়ার তালুকদার। ফাইল ছবি

পটুয়াখালীর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছাত্রদল নেতা সরোয়ার তালুকদারের (৩২) মরদেহ নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। তার পরিবারের সদস্যরা সন্দেহ করছেন, তাকে হত্যা করে মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছিল।

শনিবার (২৬ এপ্রিল) রাতে নিজ বাসভবনে ঘরের বৈদ্যুতিক পাখা থেকে ঝুলন্ত অবস্থায় সারোয়ারের মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠিয়েছে।

সরোয়ার তালুকদার পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাঁধঘাটসংলগ্ন টেঙ্গাতলা এলাকায় তালুকদার বাড়ির মৃত আলতাফ তালুকদারের ছেলে। তিনি কালিকাপুর ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সরোয়ার তার ফুপুর ঘরে দুপুরের খাবার খেয়ে আড়াইটার দিকে নিজের ঘরে বিশ্রাম নিতে যায়। সন্ধ্যার পরও সরোয়ারের ঘরের দরজা বন্ধ থাকায় সরোয়ায় ঘরে ঘুমিয়ে রয়েছে বলে ধারণা করে তাকে ঘুম থেকে তুলতে যায়ন চাচাতো বোন মাহিনুর। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকে সরোয়ারকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে সরোয়ারের মরদেহ উদ্ধারের পর এ মৃত্যু নিয়ে পরিবারের নানা সন্দেহ দেখা দিয়েছে। সরোয়ারের ফুপাতো বোন লুৎফা বেগম বলেন, সরোয়ারের পা ঘরের চৌকির সঙ্গে লাগানো ছিল। ঘরের দরজা ও জানালা ভাঙা ছিল। আমরা মনে করি, সারোয়ারকে হত্যা করা হয়েছে।

সরোয়ারের নানা হাবিবুর রহমান বলেন, আমরা ধারণা করছি, সারোয়ার আত্মহত্যা করেনি। বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই, পুলিশ ঘটনাটি তদন্ত করে সরোয়ারের মৃত্যু রহম্য উদ্‌ঘাটন করুক।

প্রতিবেশী সৈয়দ জোমাদ্দার জানায়, সরোয়ারের সঙ্গে এলাকার কারও কোনো শত্রুতা ছিল বলে তাদের জানা নেই। ফলে সারোয়ারের মৃত্যু তাদের কাছে কিছুটা বিস্ময় হয়ে এসেছে।

এদিকে সারোয়ারের মরদেহ উদ্ধারের খবর পেয়ে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকারসহ দলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সারোয়ারের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ, ডিবি ও সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সারোয়ারের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

‘বিএনপি নির্বাচন আদায় করেই ঘরে ফিরবে’

তিনি আরো বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বিএনপিকে হুমকি-ধমকি দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি হুমকি-ধমকিতে পালানোর দল নয়, এটি শহীদ জিয়ার আদর্শিক রাজনৈতিক দল। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আমাদের জন্ম তাই আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। আপনারা আমাদের ভয় দেখাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো এমনটি ভাব

১৭ ঘণ্টা আগে

গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় স্থানান্তর

আহত বিএনপি নেতার একান্ত সচিব মো. আরিফ মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তাঁর অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন।

১৭ ঘণ্টা আগে

মনোনয়ন না পেয়ে 'রিভিউ' নিলেন ফেনীর বিএনপি নেতা, অনলাইনে শোরগোল

কালো ট্রাউজার আর সাদা টি-শার্ট পরে ধানক্ষেত গিয়ে দাঁড়ান তিনি। চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ। বাঁহাত ভূমির সমান্তরালে রেখে ডান হাতটি তার নিচে উলম্বভাবে রেখে ছবি তোলেন তিনি, ঠিক যে ভঙ্গিতে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে 'রিভিউ' নিয়ে থাকেন ক্রিকেটাররা।

১৯ ঘণ্টা আগে

বিএনপি'র মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন মতি

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বাস দিয়েছেন বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে মনোনয়ন প্রক্রিয়া পূনঃ বিবেচনা করা হবে এবং সেখানে যোগ্যপ্রার্থীকে মনোনীত করা হবে।

২০ ঘণ্টা আগে