
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৭২টি ব্যাংক হিসাবে তিন হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া নরসিংদীর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদন এবং তার স্ত্রী আফরোজা সুলতানার ১৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আরও দুটি মামলা করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ দুদকের পক্ষ থেকে মামলাগুলো করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন।
নিক্সন চৌধুরী সবশেষ তিনটি জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে যুবলীগের সবশেষ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যও ছিলেন তিনি। অন্যদিকে তার স্ত্রী তারিন হোসেন দৈনিক ইত্তেফাকের প্রকাশক। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটিতেও ছিলেন তিনি।
আক্তার হোসেন বলেন, মামলায় নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের বিরুদ্ধে ১৯ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এক নিক্সন চৌধুরীর নিজের নামে ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫৫ ব্যাংক হিসাবে এক হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।
দুদকের এই কর্মকর্তা জানান, আরেক মামলায় নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নিজের নাম ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৭টি ব্যাংক হিসাবে এক হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। নিক্সন চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতায় আট কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
এদিকে নরসিংদীর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদনের অভিযোগ এনেছে দুদক। মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে আশরাফের স্ত্রী আফরোজা সুলতানার নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতায় করায় এ মামলায় আফরোজার পাশাপাশি স্বামী আনোয়ারুল আশরাফ খানকেও আসামি করা হয়েছে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সাবেক মন্ত্রী ও এমপিদের অস্বাভাবিক লেনদেনের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৭২টি ব্যাংক হিসাবে তিন হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া নরসিংদীর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদন এবং তার স্ত্রী আফরোজা সুলতানার ১৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আরও দুটি মামলা করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ দুদকের পক্ষ থেকে মামলাগুলো করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন।
নিক্সন চৌধুরী সবশেষ তিনটি জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে যুবলীগের সবশেষ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যও ছিলেন তিনি। অন্যদিকে তার স্ত্রী তারিন হোসেন দৈনিক ইত্তেফাকের প্রকাশক। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটিতেও ছিলেন তিনি।
আক্তার হোসেন বলেন, মামলায় নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের বিরুদ্ধে ১৯ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এক নিক্সন চৌধুরীর নিজের নামে ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫৫ ব্যাংক হিসাবে এক হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।
দুদকের এই কর্মকর্তা জানান, আরেক মামলায় নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নিজের নাম ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৭টি ব্যাংক হিসাবে এক হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। নিক্সন চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতায় আট কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
এদিকে নরসিংদীর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদনের অভিযোগ এনেছে দুদক। মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে আশরাফের স্ত্রী আফরোজা সুলতানার নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতায় করায় এ মামলায় আফরোজার পাশাপাশি স্বামী আনোয়ারুল আশরাফ খানকেও আসামি করা হয়েছে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সাবেক মন্ত্রী ও এমপিদের অস্বাভাবিক লেনদেনের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রিমিয়াম ব্র্যান্ড হেরিটেজ সুইটসের তৃতীয় শাখা যাত্রা শুরু করল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। বসুন্ধরার ‘ই’ ব্লকের ঢালী কাঁচাবাজার ও আশপাশের বাসিন্দাদের জন্য এ শাখা হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।
২ দিন আগে
রবিবার (৯ নভেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। যা কার্যকর হবে আগামীকাল ৯ নভেম্বর রাত ১২টা থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
৩ দিন আগে
উপদেষ্টা বলেন, পে কমিশনের ব্যাপারটা আছে। এটা নিয়ে আমরা এখন কিছু বলতে পারি না। ওটা দেখা যাক কতদূর যায়। আমরা ইনিশিয়েট করে ফেলেছি। কিন্তু সেটা আগামী সরকার হয়তো করতে পারে।
৩ দিন আগে
বাণিজ্য উপদেষ্টা পেঁয়াজ আমদানির অনুমোদন চেয়ে অনেকেই আবেদন দিয়ে রেখেছেন। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এমন আবেদন রয়েছে দুই হাজার ৮০০টি।
৩ দিন আগে