বাজেট উত্থাপন সোমবার বিকেল ৩টায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জুন ২০২৫, ২৩: ১৮

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামীকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। সোমবার (২ জুন) বিকেল ৪টার পরিবর্তে ৩টায় বাজেট উপস্থাপন করবেন বলে অর্থ মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে।

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।

জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করবে।

বাংলাদেশে সংসদের বাইরে বাজেট উপস্থাপনের নজির আগেও রয়েছে। ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জা মো. আজিজুল ইসলাম টেলিভিশন ও বেতার মারফত বাজেট ঘোষণা করেছিলেন। এবারও সেই পথেই হেঁটেছেন বর্তমান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ঈদুল আজহার কারণে এবার বাজেট ঘোষণা এগিয়ে আনা হয়েছে। সাধারণত জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণা হলেও এবার তা হবে ২ জুন, সোমবার বিকেল ৩টায়। ঈদের ছুটির আগে বাজেট ঘোষণার ফলে আলোচনা বা বিতর্কের পর্যাপ্ত সুযোগ থাকছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্য অধিদপ্তর জানিয়েছে, বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ৩ জুন, মঙ্গলবার বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে।

শুধুমাত্র সাংবাদিকদের জন্য নির্ধারিত এই সম্মেলনে থাকছে প্রশ্নোত্তরের সুযোগ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট থেকে নতুন বাজেট কিছুটা কম হতে পারে। সম্ভাব্য নতুন বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ফের বাড়ল ডলারের দাম

আমদানি এলসি খোলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে ব্যাংকসংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে, বাংলাদেশ ব্যাংকও আন্তঃব্যাংক বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে।

৪ দিন আগে

সোনার দাম ভরিতে কমলো ৮৩৮৬ টাকা

এর আগে গত ২০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। এতে অতীতের সকল রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এই রেকর্ড দামের তিন দিনের মাথায় সোনার দাম কিছুটা কমানো হলো।

৫ দিন আগে

সংসদ নির্বাচনের পর আইএমএফের ষষ্ঠ কিস্তি পাবে বাংলাদেশ

বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘পরের কিস্তি মার্চ বা এপ্রিলে আসতে পারে। তবে এটা বাংলাদেশের জন্য কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বরং ভালোই হবে।’

৫ দিন আগে

পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ শিবলী রুবাইয়াত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুঁজিবাজারের সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকেও।

৬ দিন আগে