পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি : গভর্নর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় অর্থ পাচার কমে গেছে। যারা অর্থ নিয়ে পালিয়ে দেশ ছেড়েছে, তাদের অর্থ কীভাবে ফিরে আনা যায় সেই চেষ্টা আমরা করছি। ইনশাল্লাহ, দেরিতে হলেও আমরা সফল হবো। শনিবার (২৮ ডিসেম্বর টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ ৪০০ তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমাদের রিজার্ভের পতন হচ্ছিল। ব্যালেন্স অব ক্রেডিটের কারণে অবমূল্যায়ন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। রিজার্ভ আর কমছে না।

গত ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বিক্রি করে নাই। ব্যালেন্স অব পেমেন্টে যে ঘাটতি ছিল, এখন আর ঘাটতি নেই; ব্যালেন্স হয়ে গেছে। রেমিটেন্সে বিরাট একটা পরিবর্তন এসেছে। গত পাঁচ মাসে আমাদের অতিরিক্ত তিন মিলিয়ন রেমিটেন্স এসেছে।

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভাই-বোন যারা বিদেশে চাকরি করছেন, তাদের টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সঙ্গে আপনারা সেই টাকা পাচ্ছেন। ইসলামী ব্যাংক সেখানে এক বিশাল ভূমিকা পালন করছে। ব্যাংকিং খাতে আস্থা রাখতে বলে বলেন তিনি। খাদ্যপণ্যের কারণেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি হয়েছে। আমরা আশা করছি, খাদ্যপণ্যের দাম কমে আসবে।

আগামী চার-পাঁচ মাসের মধ্যে একটা স্বস্তির জায়গায় পৌঁছে যাবে। ব্যাংক কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নয়। ব্যাংক কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। যেভাবে দেখা হয়, সেটা ভুল। আর যেভাবে দেখা হত, সেটাও ভুল। ব্যাংক হচ্ছে একটা আমানতকারী প্রতিষ্ঠান।

ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো.আব্দুল জলিল, এফসি, এফসিএস চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক কমিটির চেয়ারম্যান ড.এম মাসুদ রহমান, ইনডিপেন্ডেন্ট ডাইরেক্টর মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, ‘আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি।’

৩ দিন আগে

গণতন্ত্রের গলদ

গণতন্ত্রের মূলমন্ত্র জনগণই ক্ষমতার উৎস। সেটা আজকাল কেউ মানে বলে মনে হয় না। সে বাংলাদেশেই হোক বা যুক্তরাষ্ট্র—ক্ষমতাসীন নেতাদের সবাই নিজেদের সর্বেসর্বা মনে করে। গণতন্ত্রের অন্যতম পুরোধা সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছিলেন, ‘গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য

৩ দিন আগে

শোক দিবসের অনুষ্ঠানের ভিডিও প্রচার ও নাশকতা করায় মামলা, গ্রেপ্তার ৩

মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) কামরুল হাসান তার নিজ দোকানের সামনে ইটের রাস্তায় পুরাতন মোটরসাইকেলের টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা তৈরি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কামরুলকে আটক করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদের নাম জানতে পারে পুলিশ।

৩ দিন আগে

গ্রিন শিপবিল্ডিং খাত দেশের শিল্পায়নে সুযোগ তৈরি করবে: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ও স্বল্প কার্বন নিঃসরণ জাহাজের চাহিদা দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএসও) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। যে দেশগুলো পরিবেশবান্ধব, স্বল্প-নিঃসরণ জাহাজ তৈরি ও রপ্তানি করত

৪ দিন আগে