খেলাপি ঋণ ১০ হাজার কোটি: আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি জব্দ

চট্টগ্রাম ব্যুরো

ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বুধবার (২ জুলাই) অর্থঋণ আদালত-১-এর (অর্থঋণ আদালত) বিচারক মো. হেলাল উদ্দিন এই নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, ঢাকার মতিঝিলে চারতলা একটি বাণিজ্যিক ভবন এবং পাঁচ কাঠা ও ৯ দশমিক ৯০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীন ২০২৩ সালের ১৩ই আগস্ট কিনেছিলেন এসব সম্পত্তি।

এ ছাড়া এসএস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭ দশমিক ৭৫ কোটি টাকার শেয়ার স্থগিত করা হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলোকদিয়া মৌজায় অবস্থিত ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ শতাংশ জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য সম্পদ জব্দের নির্দেশও দিয়েছেন আদালত। এসব সম্পদ এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের, যেগুলো এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।

আদালত গুলশান সার্কেল-১-এর একটি ব্যাংক শাখায় থাকা এসএস পাওয়ার লিমিটেডের তিনটি এমএসএনডি (মাসিক সঞ্চয়) হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে যথাক্রমে ১০২ দশমিক ৩৯ কোটি টাকা, ৩৫ দশমিক ৮৫ কোটি টাকা ও ৭৭৮ দশমিক ৩১ টাকা।

ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা গত ২২ জুন খেলাপি ঋণ আদায়ের এই মামলা দায়ের করে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিন শিপবিল্ডিং খাত দেশের শিল্পায়নে সুযোগ তৈরি করবে: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ও স্বল্প কার্বন নিঃসরণ জাহাজের চাহিদা দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএসও) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। যে দেশগুলো পরিবেশবান্ধব, স্বল্প-নিঃসরণ জাহাজ তৈরি ও রপ্তানি করত

৩ দিন আগে

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

৫ দিন আগে

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, কালোটাকার উৎস বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়।

৬ দিন আগে

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

তিনি জানান, আগস্ট মাসের ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে (২০২৪ সালের আগস্টের প্রথম ১২ দিন) দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স। এ হিসাবে চলতি বছর আলোচ্য সময়ের তুলনায় প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি এসেছে।

৬ দিন আগে