
চট্টগ্রাম ব্যুরো

ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বুধবার (২ জুলাই) অর্থঋণ আদালত-১-এর (অর্থঋণ আদালত) বিচারক মো. হেলাল উদ্দিন এই নির্দেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, ঢাকার মতিঝিলে চারতলা একটি বাণিজ্যিক ভবন এবং পাঁচ কাঠা ও ৯ দশমিক ৯০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীন ২০২৩ সালের ১৩ই আগস্ট কিনেছিলেন এসব সম্পত্তি।
এ ছাড়া এসএস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭ দশমিক ৭৫ কোটি টাকার শেয়ার স্থগিত করা হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলোকদিয়া মৌজায় অবস্থিত ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ শতাংশ জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য সম্পদ জব্দের নির্দেশও দিয়েছেন আদালত। এসব সম্পদ এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের, যেগুলো এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।
আদালত গুলশান সার্কেল-১-এর একটি ব্যাংক শাখায় থাকা এসএস পাওয়ার লিমিটেডের তিনটি এমএসএনডি (মাসিক সঞ্চয়) হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে যথাক্রমে ১০২ দশমিক ৩৯ কোটি টাকা, ৩৫ দশমিক ৮৫ কোটি টাকা ও ৭৭৮ দশমিক ৩১ টাকা।
ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা গত ২২ জুন খেলাপি ঋণ আদায়ের এই মামলা দায়ের করে।

ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বুধবার (২ জুলাই) অর্থঋণ আদালত-১-এর (অর্থঋণ আদালত) বিচারক মো. হেলাল উদ্দিন এই নির্দেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, ঢাকার মতিঝিলে চারতলা একটি বাণিজ্যিক ভবন এবং পাঁচ কাঠা ও ৯ দশমিক ৯০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীন ২০২৩ সালের ১৩ই আগস্ট কিনেছিলেন এসব সম্পত্তি।
এ ছাড়া এসএস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭ দশমিক ৭৫ কোটি টাকার শেয়ার স্থগিত করা হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলোকদিয়া মৌজায় অবস্থিত ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ শতাংশ জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য সম্পদ জব্দের নির্দেশও দিয়েছেন আদালত। এসব সম্পদ এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের, যেগুলো এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।
আদালত গুলশান সার্কেল-১-এর একটি ব্যাংক শাখায় থাকা এসএস পাওয়ার লিমিটেডের তিনটি এমএসএনডি (মাসিক সঞ্চয়) হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে যথাক্রমে ১০২ দশমিক ৩৯ কোটি টাকা, ৩৫ দশমিক ৮৫ কোটি টাকা ও ৭৭৮ দশমিক ৩১ টাকা।
ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা গত ২২ জুন খেলাপি ঋণ আদায়ের এই মামলা দায়ের করে।

আমদানি এলসি খোলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে ব্যাংকসংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে, বাংলাদেশ ব্যাংকও আন্তঃব্যাংক বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে।
৪ দিন আগে
এর আগে গত ২০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। এতে অতীতের সকল রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এই রেকর্ড দামের তিন দিনের মাথায় সোনার দাম কিছুটা কমানো হলো।
৫ দিন আগে
বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘পরের কিস্তি মার্চ বা এপ্রিলে আসতে পারে। তবে এটা বাংলাদেশের জন্য কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বরং ভালোই হবে।’
৫ দিন আগে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুঁজিবাজারের সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকেও।
৬ দিন আগে