যৌথ কার্ডসেবা চালু মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টারকার্ডের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মে ২০২৫, ১১: ৫০
রাজধানীর হোটেল র‍্যাডিসনে মাস্টারকার্ডের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের যৌথ কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে পাঁচটি নতুন কার্ডসেবা চালু করেছে। শনিবার (১৭ মে) রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্ডসেবার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট, ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট, মাস্টারকার্ড ডেবিট, প্লাটিনাম গ্লোবাল ডেবিট এবং প্রিপেইড কার্ড চালু করা হয়েছে। এসব কার্ডে সংযুক্ত রয়েছে কন্টাক্টলেস প্রযুক্তি, ডুয়াল কারেন্সি সুবিধা এবং ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ বা দুই স্থর নিরাপত্তাব্যবস্থা। এসব কার্ড গ্রাহকদের দেশ-বিদেশে নির্বিঘ্নে ও নিরাপদ লেনদেনের সুবিধা দেবে। ব্যবহারকারীরা ভ্রমণ, লাইফস্টাইল ও রেস্টুরেন্ট খরচের ক্ষেত্রে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।

এছাড়া মাস্টারকার্ড ও মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ৯ হাজারের বেশি পার্টনার মার্চেন্ট আউটলেটে থাকছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। দেশি-বিদেশি এটিএম থেকে যে কোনো সময় নগদ টাকা তোলার সুবিধাও রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক। ব্যাংকের এমডি মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ড. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল। এ সময় উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে যতই চ্যালেঞ্জ থাকুক, এ উত্তরণ করতেই হবে। অন্যান্য দেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে, আমরা যেন পিছিয়ে না পড়ি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ভাইস চেয়্যারম্যান আকরাম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক মোশাররফ হোসেন, মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক জাকিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

২ দিন আগে

স্বর্ণের দামে বড় লাফ, ফের রেকর্ড

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

৩ দিন আগে

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

আদালতের আদেশে নাসা গ্রুপের মালিকানাধীন সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

৩ দিন আগে

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত ​

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

৪ দিন আগে