১৮ সেপ্টেম্বর ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪৩

আসন্ন বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে দেশি ও বিদেশি ভ্রমণ আয়োজকদের অংশগ্রহণে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ২০২৫)। এ উপলক্ষে সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পর্যটন বিচিত্রা-এর সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন হেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন পার্টনার কান্ট্রি ফিলিপাইনের প্রতিনিধি লিন আর. গুতেররেজ, মালদ্বীপের প্রতিনিধি আলী শাহ, টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ সামসুল করিম, এটিএফ উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ এবং এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার। সংবাদ সম্মেলনে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার মো. জিয়াউল হক হাওলাদার।

মহিউদ্দিন হেলাল তার বক্তব্যে বলেন, বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশের পর্যটনশিল্পে গতি সঞ্চার করবে। দেশের হোটেল, রিসোর্ট, ক্রুজ, এয়ারলাইন্স, থিম পার্ক, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে বৈশ্বিক বাজারে তুলে ধরতে এই মেলা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জানান, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় অনুষ্ঠিত হবে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৫। দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য রাখা হয়েছে ৩০ টাকা। প্রবেশ কুপনের ভিত্তিতে র‍্যফেল ড্রতে থাকবে এয়ারলাইন্স টিকিটসহ আকর্ষণীয় গিফট ভাউচার। তবে অনলাইন রেজিস্ট্রেশন করলে প্রবেশ সম্পূর্ণ ফ্রি।

দুইটি হলে ১৮০টি স্টলে দেশি-বিদেশি পর্যটন ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বিদেশি দূতাবাস/মিশন অংশ নেবে। মেলার সাইড ইভেন্ট হিসেবে পর্যটন সম্পর্কিত সেমিনার, বিটুবি সেশন, প্রোডাক্ট প্রোমোশন, ডেস্টিনেশন প্রেজেন্টেশন ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ফিলিপাইনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় হোটেল ও রিসোর্টসমূহ নিজেদের লাক্সারি সেবা প্রদর্শন করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলা উপলক্ষে তিন দিন নির্ধারিত রুটে ১৫% ছাড় ঘোষণা করছে। প্রতিদিন এন্ট্রি টিকিটের র‍্যাফেল ড্র-এ বিমানের সৌজন্যে বিভিন্ন রুটের টিকিট গিফট ভাউচার থাকবে।

মেলায় থাকবে দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ অফার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিটুবি সেশন, প্যানেল আলোচনা, ডেস্টিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশনসহ নানা কার্যক্রম। এ বছর মেলার বিশেষ আয়োজন হিসেবে থাকছে ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’, যেখানে পর্যটন খাতে আসন্ন প্রকল্প ও বিনিয়োগের সুযোগ উপস্থাপন করা হবে।

এবারের মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল, পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ এবং হোস্ট কান্ট্রি বিউটিফুল বাংলাদেশ। হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, আইসিটি পার্টনার এম৩৬০, অফিসিয়াল পাবলিকেশন দ্য ট্রাভেল বাউন্ড এবং ক্রুজ পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ডিনার ক্রুজ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি সায়মা শাহীন সুলতানা বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতির জন্য এ ধরনের আন্তর্জাতিক মেলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি ও বেসরকারি খাতের যৌথ অংশগ্রহণে এই ফেয়ার বাংলাদেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশি ও বিদেশি পর্যটক বৃদ্ধির পাশাপাশি আমাদের গন্তব্যসমূহকে আন্তর্জাতিকভাবে আরও কার্যকরভাবে প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এশিয়ান ট্যুরিজম ফেয়ার সেই প্রচেষ্টারই সফল দৃষ্টান্ত।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকারের: অর্থ উপদেষ্টা

উপদেষ্টা বলেন, পে কমিশনের ব্যাপারটা আছে। এটা নিয়ে আমরা এখন কিছু বলতে পারি না। ওটা দেখা যাক কতদূর যায়। আমরা ইনিশিয়েট করে ফেলেছি। কিন্তু সেটা আগামী সরকার হয়তো করতে পারে।

২ দিন আগে

৪-৫ দিনে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা পেঁয়াজ আমদানির অনুমোদন চেয়ে অনেকেই আবেদন দিয়ে রেখেছেন। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এমন আবেদন রয়েছে দুই হাজার ৮০০টি।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের ফার্ম লবির সঙ্গে সম্পর্ক স্থাপন বড় অর্জন: প্রেস সচিব

প্রেস সচিব বলেন, ড. খলিল বাংলাদেশের আমদানিকারকদের সঙ্গে মার্কিন ফার্ম লবির একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলেছেন। তার এই প্রচেষ্টা সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে, প্রধান আলোচক হিসেবে তার দক্ষতাপূর্ণ ভূমিকার ফলে আমরা এমন প্রতিযোগিতাম

২ দিন আগে

সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজিতে

মাঠে নতুন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। রাজধানীর খুচরা বাজারে প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন সবজির দাম কমতে দেখা গেছে।

৪ দিন আগে