প্রতিবেদক, রাজনীতি ডটকম
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফ বছরের ব্যবধানে বেড়েছে। ভালো ব্যবসা করার ফলে বছর শেষে তাদের মুনাফায়ও উল্লম্ফন হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগই ২০২৩ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, বহুজাতিক কোম্পানিগুলোর সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ।
তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে ১৩টি বহুজাতিক কোম্পানি। এরমধ্যে ৯টি কোম্পানি ২০২৩ সালের আর্থিক হিসাব প্রকাশ করেছে। এতে দেখা যায়, বছর শেষে কোম্পানিগুলোর সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬ হাজার ৩৪৭ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের বছর নিট মুনাফা হয়েছিল ৫ হাজার ৬১৫ কোটি ৫৮ লাখ টাকা। এ হিসেবে আগের বছরের চেয়ে কোম্পানিগুলোর নিট মুনাফা বেড়েছে ৭৩২ কোটি ৯ লাখ টাকা বা ১৩ দশমিক ৪ শতাংশ।
তথ্যানুসারে, বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, লিন্ডে বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, আরএকে বাংলাদেশ, রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি, সিঙ্গার বাংলাদেশ, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড, রবি, বাটা সু এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। এরমধ্যে বার্জার এবং ম্যারিকোর বছর শেষের হিসাব করা হয় মার্চ শেষে। আর লিন্ডে বিডি এবং বাটা সু ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
কোন কোম্পানির কত মুনাফা
গ্রামীণফোন : পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন ২০২৩ হিসাব বছর শেষে সবচেয়ে বেশি মুনাফা করেছে। বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩ হাজার ৩০৭ কোটি ৪৯ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটি মুনাফা করেছিল ৩ হাজার ৯ কোটি ১৬ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৯৮ কোটি ৩৩ লাখ টাকা। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা। আগের বছরে শেয়ারপ্রতি আয় ছিল ২২ টাকা ২৯ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
লাফার্জহোলসিম : নিট মুনাফার দিক থেকে এরপরের অবস্থানেই রয়েছে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৫৯৪ কোটি ১৭ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৪৪৪ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৪৯ কোটি ৭২ লাখ টাকা বা ৩৩ দশমিক ৬৯ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৮৩ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৩ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রবি : টেলিযোগাযোগ খাতের আরেক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩২০ কোটি ৯৬ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ১৮২ কোটি ৭২ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩৮ কোটি ২৪ লাখ টাকা বা ৭৫ দশমিক ৬৬ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬১ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩৫ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭৪ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
হাইডেলবার্গ সিমেন্ট : সিমেন্ট খাতের আরেক কোম্পানি হাইডেলবার্গের সমাপ্ত বছরে নিট মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪৫ কোটি ৯৪ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছিল ২৩ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৯ কোটি ২৮ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ১৩ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ১৩ পয়সা। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সিঙ্গার বাংলাদেশ : প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশের নিট মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৫২ কোটি ২১ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৭ কোটি ৩১ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৪ কোটি ৯০ লাখ টাকা বা ৬১৪ দশমিক ২৩ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৭৩ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬১৭ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার : খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের নিট মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৯৬ কোটি ১৬ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৭৩ কোটি ৪ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৩ কোটি ১২ লাখ টাকা বা ৩১ দশমিক ৬৫ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৯ টাকা ৮৯ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৪ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রেকিট বেনকিজার : ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশের নিট মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৮২ কোটি ৫ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৬৫ কোটি ৯১ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৬ কোটি ১৪ লাখ টাকা বা ২৪ দশমিক ৪৯ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৭৩ টাকা ৬৫ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৪ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ : খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নিট বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১ হাজার ৭৮৭ কোটি ৮৭ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ১ হাজার ৭৮৭ কোটি ২০ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৭ লাখ টাকা বা শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৩ টাকা ১১ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩৩ টাকা ১০ পয়সা। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আরএকে সিরামিকস : সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিকস বাংলাদেশের নিট মুনাফা কমেছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৬০ কোটি ৮২ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৬৯ কোটি ১৩ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৮ কোটি ৩১ লাখ টাকা বা ১২ দশমিক ২ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৬২ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১২ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বহুজাতিক কোম্পানিগুলোর ভালো মুনাফা করার ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘বিদেশি কোম্পানিগুলো এরকম আয় করে থাকে। কারণ, বিদেশি কোম্পানিগুলোর স্বচ্ছতা রয়েছে, সঠিক তথ্য দেয়, সঠিকভাবে পরিচালনা করে। আর দেশি কোম্পানিগুলোর বেশিরভাগ ফ্রড। এরা মিথ্যা তথ্য দেয়, কারচুপি করে। বিদেশি কোম্পানিগুলো এসব করে না। তারা ব্যবসা করে বিনিয়োগকারীদের দেয় এবং নিজেরা টাকা নিয়ে যায়।’
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফ বছরের ব্যবধানে বেড়েছে। ভালো ব্যবসা করার ফলে বছর শেষে তাদের মুনাফায়ও উল্লম্ফন হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগই ২০২৩ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, বহুজাতিক কোম্পানিগুলোর সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ।
তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে ১৩টি বহুজাতিক কোম্পানি। এরমধ্যে ৯টি কোম্পানি ২০২৩ সালের আর্থিক হিসাব প্রকাশ করেছে। এতে দেখা যায়, বছর শেষে কোম্পানিগুলোর সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬ হাজার ৩৪৭ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের বছর নিট মুনাফা হয়েছিল ৫ হাজার ৬১৫ কোটি ৫৮ লাখ টাকা। এ হিসেবে আগের বছরের চেয়ে কোম্পানিগুলোর নিট মুনাফা বেড়েছে ৭৩২ কোটি ৯ লাখ টাকা বা ১৩ দশমিক ৪ শতাংশ।
তথ্যানুসারে, বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, লিন্ডে বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, আরএকে বাংলাদেশ, রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি, সিঙ্গার বাংলাদেশ, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড, রবি, বাটা সু এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। এরমধ্যে বার্জার এবং ম্যারিকোর বছর শেষের হিসাব করা হয় মার্চ শেষে। আর লিন্ডে বিডি এবং বাটা সু ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
কোন কোম্পানির কত মুনাফা
গ্রামীণফোন : পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন ২০২৩ হিসাব বছর শেষে সবচেয়ে বেশি মুনাফা করেছে। বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩ হাজার ৩০৭ কোটি ৪৯ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটি মুনাফা করেছিল ৩ হাজার ৯ কোটি ১৬ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৯৮ কোটি ৩৩ লাখ টাকা। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা। আগের বছরে শেয়ারপ্রতি আয় ছিল ২২ টাকা ২৯ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
লাফার্জহোলসিম : নিট মুনাফার দিক থেকে এরপরের অবস্থানেই রয়েছে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৫৯৪ কোটি ১৭ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৪৪৪ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৪৯ কোটি ৭২ লাখ টাকা বা ৩৩ দশমিক ৬৯ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৮৩ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৩ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রবি : টেলিযোগাযোগ খাতের আরেক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩২০ কোটি ৯৬ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ১৮২ কোটি ৭২ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩৮ কোটি ২৪ লাখ টাকা বা ৭৫ দশমিক ৬৬ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬১ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩৫ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭৪ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
হাইডেলবার্গ সিমেন্ট : সিমেন্ট খাতের আরেক কোম্পানি হাইডেলবার্গের সমাপ্ত বছরে নিট মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪৫ কোটি ৯৪ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছিল ২৩ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৯ কোটি ২৮ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ১৩ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ১৩ পয়সা। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সিঙ্গার বাংলাদেশ : প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশের নিট মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৫২ কোটি ২১ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৭ কোটি ৩১ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৪ কোটি ৯০ লাখ টাকা বা ৬১৪ দশমিক ২৩ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৭৩ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬১৭ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার : খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের নিট মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৯৬ কোটি ১৬ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৭৩ কোটি ৪ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৩ কোটি ১২ লাখ টাকা বা ৩১ দশমিক ৬৫ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৯ টাকা ৮৯ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৪ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রেকিট বেনকিজার : ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশের নিট মুনাফা বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৮২ কোটি ৫ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৬৫ কোটি ৯১ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৬ কোটি ১৪ লাখ টাকা বা ২৪ দশমিক ৪৯ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৭৩ টাকা ৬৫ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৪ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ : খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নিট বেড়েছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১ হাজার ৭৮৭ কোটি ৮৭ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ১ হাজার ৭৮৭ কোটি ২০ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৭ লাখ টাকা বা শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৩ টাকা ১১ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩৩ টাকা ১০ পয়সা। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আরএকে সিরামিকস : সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিকস বাংলাদেশের নিট মুনাফা কমেছে। ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৬০ কোটি ৮২ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৬৯ কোটি ১৩ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৮ কোটি ৩১ লাখ টাকা বা ১২ দশমিক ২ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৬২ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১২ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বহুজাতিক কোম্পানিগুলোর ভালো মুনাফা করার ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘বিদেশি কোম্পানিগুলো এরকম আয় করে থাকে। কারণ, বিদেশি কোম্পানিগুলোর স্বচ্ছতা রয়েছে, সঠিক তথ্য দেয়, সঠিকভাবে পরিচালনা করে। আর দেশি কোম্পানিগুলোর বেশিরভাগ ফ্রড। এরা মিথ্যা তথ্য দেয়, কারচুপি করে। বিদেশি কোম্পানিগুলো এসব করে না। তারা ব্যবসা করে বিনিয়োগকারীদের দেয় এবং নিজেরা টাকা নিয়ে যায়।’
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক
৫ দিন আগেদেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতি লিটার পাম ওয়েলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা করে।
৫ দিন আগেপাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বরং এটাকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
৫ দিন আগেউদ্ভূত পরিস্থিতিতে পুঁজিবাজারে প্রয়োজন ছিল সাহসী নেতৃত্ব— যিনি বা যারা সময়ের চাহিদা অনুযায়ী বাজারচিত্রে আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম। বর্তমান নেতৃত্ব পুঁজিবাজারবান্ধব নয়। সরকারও পুঁজিবাজার বিষয়ে উদাসীন। অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত বিএসইসি চেয়ারম্যানের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।
৭ দিন আগে