এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা দিতে ৪ ব্যাংক খোলা থাকছে আজ শুক্রবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা ঈদের আগেই পরিশোধ করতে শুক্রবার (২৮ মার্চ) ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের প্রধান নির্বাহীদের এ চিঠি দেওয়া হয়েছে। তবে ব্যাংকগুলোর কোন কোন শাখা শুক্রবারও খোলা থাকবে, সে বিষয়ে ব্যাংকগুলোকেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ঈদুল ফিতরের আগেই বেতন-ভাতা তোলার সুবিধার্থে এসব ব্যাংকের সংশ্লিষ্ট শাখা শুক্রবার খোলা থাকবে।

চিঠিতে জানানো হয়েছে, এসব ব্যাংক সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন করা যাবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুরোধে চারটি ব্যাংককে শুক্রবার কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত চিঠি দেয়। যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিনের সই করা ওই চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ২০২৪ সালের ডিসেম্বর (আংশিক লট-৫) এবং ২০২৫ সালের জানুয়ারি (আংশিক লট-২) ও ফেব্রুয়ারি (আংশিক লট-১ মাসের বেতন এবং ঈদুল ফিতরের উৎসব ভাতা (আংশিক লট-২) ইএফটির মাধ্যমে পরিশোধ করতে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের কার্যক্রম বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত চালু রাখতে এবং শুক্রবার ১ দিনের জন্য খোলা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

এরপরই বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়ে শুক্রবার ছুটির দিনে সীমিত পরিসরে ও সীমিত লোকবলের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেয়।

সোনালী ব্যাংক ও জনতার ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তারা কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার পেয়েছেন। সার্কুলার পেয়ে জেলা পর্যায়ের প্রধান শাখাগুলো খোলা রাখতে বলা হয়েছে। এ ছাড়া আরও গুরুত্বপূর্ণ কোনো শাখা খোলা রাখতে হলে বিভাগীয় কার্যালয়কে সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, ঈদের আগের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দুপুরে ২০ হাজারের বেশি এমপিওভুক্ত স্কুল-কলেজের প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা ছাড় হয়েছে। তবে ব্যাংক খোলা থাকা পর্যন্ত সে টাকা অ্যাকাউন্টে পৌঁছেনি বলে জানিয়েছেন বেশির ভাগ শিক্ষক। এরপর অ্যাকাউন্টে টাকা ঢুকলেও ততক্ষণে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় তারা টাকা আর তুলতে পারেননি।

এদিকে বৃহস্পতিবার অফিস শেষে ঈদের টানা ছুটি শুরু হয়ে যাওয়ায় অ্যাকাউন্টে টাকা ঢুকলেও সেই টাকা ঈদের আগে তোলার সুযোগ বন্ধ হয়ে যায় বেশির ভাগ শিক্ষক-কর্মচারীর। এমন অবস্থার পরিপ্রেক্ষিতেই ঈদের আগে বেতন ও উৎসব ভাতার টাকা স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের হাতে পৌঁছানো নিশ্চিত করার জন্য শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খোলা রাখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ করা হয়।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক

৫ দিন আগে

বাড়ল সয়াবিন তেলের দাম

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতি লিটার পাম ওয়েলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা করে।

৫ দিন আগে

বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বরং এটাকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন ব‌লে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হ‌য়ে‌ছে।

৫ দিন আগে

পুঁজিবাজার— অসময়ে ডিজিটালাইজেশনের আওয়াজে আতঙ্ক

উদ্ভূত পরিস্থিতিতে পুঁজিবাজারে প্রয়োজন ছিল সাহসী নেতৃত্ব— যিনি বা যারা সময়ের চাহিদা অনুযায়ী বাজারচিত্রে আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম। বর্তমান নেতৃত্ব পুঁজিবাজারবান্ধব নয়। সরকারও পুঁজিবাজার বিষয়ে উদাসীন। অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত বিএসইসি চেয়ারম্যানের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।

৭ দিন আগে